• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    রান পাওয়ার জন্য যে শর্ত দিলেন ম্যাককালাম...

    রান পাওয়ার জন্য যে শর্ত দিলেন ম্যাককালাম...    

    সংখ্যাগুলো নামের সঙ্গে একদমই যায় না। নয় ম্যাচে রান ১৫২, সর্বোচ্চ ৪৩। তার চেয়েও বিস্ময়কর, টি-টোয়েন্টির স্ট্রাইকরেট যখন ১৩৮.৬১,বিপিএলে তা নেমে এসেছে ৯৮.৬০তে। ব্রেন্ডন ম্যাককালাম স্বাভাবিকভাবেই তা নিয়ে হতাশ। তবে রংপুর রাইডার্সের আজকের ম্যাচের অধিনায়ক দায়টা চাপালেন উইকেটের ওপরেই। নিশ্চয়তা দিলেন, ভালো উইকেট পেলে তাঁর ও গেইলের ব্যাট থেকে ঝড়ের আশা দর্শকেরা করতেই পারে।

    গেইলের সঙ্গে ওপেনিং করে শুরু থেকেই সুবিধা করতে পারেননি ম্যাককালাম। গত কয়েক ম্যাচে আবার নেমে এসেছিলেন তিনে। আজও তিনেই ব্যাট করেছেন, স্লথ পিচে আরও একবার ব্যর্থ। সংবাদ সম্মেলনে যেন অনুযোগের সুরেই দায়টা চাপালেন উইকেটের ওপর, ‘আমার মনে হয় এটা খুব ‘পুওর’ উইকেট ছিল। এখানে অনেক ভালো, বিশ্বমানের খেলোয়াড় আছে। এখানে মানুষজন রোমাঞ্চকর ক্রিকেট দেখতে চায়। আমার মনে হয় না তারা আজ এরকম কোনো ম্যাচ দেখতে পেয়েছে। আমার মনে হয় আজ যা হয়েছে তার চেয়ে ভালো উইকেটে সামনে খেলা হওয়া উচিত।’

     

     

    ম্যাককালামের এর পরের কথাটা অবশ্য খানিকটা অজুহাতের মতো শোনাতে পারে, ‘অবশ্যই, আমি আরও বেশি রান করতে চেয়েছিলাম। কিন্তু গত বেশ কিছু বছরে আমি অন্যরকম উইকেটে খেলতে অভ্যস্ত। এখানে তো আমি টার্ন আর বাউন্সের ব্যাপারে নিশ্চিতও হতে পারছি না। বল কখনো কখনো ওপর দিয়ে চলে যাচ্ছে। আমি অনেকের সাথে কথা বলেছি, ওরা জানিয়েছে আগে পিচ বেশ ভালো ছিল। কিন্তু একজন স্ট্রোকমেকার হিসেবে এখানে খেলা অনেক কঠিন হচ্ছে। অবশ্যই, আমার পারফরম্যান্স আরও ভালো হওয়া উচিত ছিল। তবে আরেকটু ভালো উইকেট পেলে ভালো হতো। সেক্ষেত্রে আমি হয়তো আরেকটু বেশি ধারবাহিক হতে পারতাম।’

    আজ অবশ্য উইকেট নয়, আম্পায়ারিং নিয়েও সন্তুষ্ট ছিলেন না। জনসন চার্লসের এলবিডব্লুটা লেগ স্টাম্পের বাইরে পিচ করেছিল বলেই মনে হয়েছে। মিঠুনের যে ক্যাচ জহুরুল নিয়েছেন, সেটি নিয়েও থাকতে পারে প্রশ্ন। ম্যাককালাম তাও মনে করিয়ে দিলেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথম ১৫ ওভারে আমরা খুব ভালো বল করেছি। বেশ কিছু বল করেছি যেটা ওদের সমস্যায় ফেলতে হয়েছে। আর ব্যাটিংয়ে আমার মনে হয়েছে কিছু সিদ্ধান্ত হয়তো আমাদের পক্ষে যেতে পারত।  টুর্নামেন্ট যতই শেষ দিকে আসছে, আমার মনে হয়েছে আম্পায়ারিং আরও ভালো হওয়া উচিত। এরকম উইকেটে সিদ্ধান্ত আপনার পক্ষে না গেলে বড় মূল্য দিতে হয়।  জনসন চার্লস যেমন আজ খুব ভালো খেলছিল, বিশেষ করে কয়েক ম্যাচ বসে থাকয়ার পর। সাকিব এমন শেষ দিকে যেমন ব্যাট করেছে, ও-ও (চার্লস) আজ শেষ পর্যন্ত খেলতে পারত।’

    আজকের হারে হয়তো রংপুরের খুব বেশি কিছু আসবে যাবে না, তবে সামনের এলিমিনেটরের জন্য ম্যাককালাম কিছু প্রশ্ন রেখেই দিলেন!