'ইংল্যান্ডের অ্যাশেজ এখনও শেষ হয়ে যায়নি'
চতুর্থ দিনের শেষভাগে জয়ের স্বপ্নটা ক্রমেই উজ্জ্বল হচ্ছিল। জো রুটের ব্যাটে ভর করে সিরিজে সমতা আনার কাছে গিয়েও হতাশ হতে হয়েছে ইংল্যান্ডকে। অ্যাডিলেড টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি তাঁরা, হেরে গেছে ১২০ রানে। সিরিজের প্রথম দুই টেস্টেই হেরে অ্যাশেজ হাতছাড়া হওয়ার দ্বারপ্রান্তে রুটের দল। রুট অবশ্য বলছেন, তাঁদের অ্যাশেজ এখনও শেষ হয়ে যায়নি।
গতবার অস্ট্রেলিয়া সফরে এসে ধবলধোলাই হতে হয়েছিল। ব্রিসবেন, অ্যাডিলেডে এমন হারের পর পরের তিন টেস্টে ইংল্যান্ড ধুরে দাঁড়াতে পারবে কিনা, সেটা নিয়েই চলছে আলোচনা।
রুট জানালেন, এখনই সিরিজ জয়ের আশা ছাড়ছেন না তিনি, “সিরিজে আমাদের আর আশা নেই, এটা মানতে পারছি না। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে আমরা বল ও ব্যাট হাতে যেভাবে ফিরে এসেছি, সেটাই প্রমাণ করে যে সিরিজে এখনও অনেক কিছুই বাকি। দুই ম্যাচেই আমরা বিভিন্ন সময় অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছি , শুধু টানা পাঁচদিন সেটা ধরে রাখতে পারিনি।”
২০১৩-১৪ মৌসুমের মতো এবার ৫-০ তে সিরিজ হারের সম্ভাবনা নেই বলেই মানছেন রুট, “ওইবারের চেয়ে এই দলের আত্মবিশ্বাস অনেক বেশি। এবার আমরা ভালো ক্রিকেট খেলছি, পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টাই থাকবে। গতবার তো আমরা একদমই পরীক্ষায় ফেলতে পারিনি প্রতিপক্ষকে। এবার প্রথম দুই টেস্টে বেশ কিছু সময় নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল।”