• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    টি-টোয়েন্টির 'রেকর্ড-মেশিন'

    টি-টোয়েন্টির 'রেকর্ড-মেশিন'    

    ক্রিস গেইল আর টি-টোয়েন্টি, যেন সমার্থক। সর্বোচ্চ রান (১০৯০৭), সর্বোচ্চ রানের ইনিংস (১৭৫*) বা সর্বোচ্চ ছক্কা (৮০১)- সব রেকর্ডের মালিক একজনই, ক্রিস গেইল। বিপিএল-ই বা তার ব্যতিক্রম হবে কেন? আজ খুলনার বিপক্ষে ৫১ বলে অপরাজিত ১২৬ রানের ইনিংসেও গড়েছেন বেশকিছু রেকর্ড। 

     

     

    বিপিএলে সর্বোচ্চ রানের ইনিংসের মালিকানা ফিরে পেলেন গেইল। চতুর্থ আসরে সাব্বির রহমান বরিশাল বুলসের বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলে  পেছনে ফেলেছিলেন প্রথম আসরে ঢাকার বিরুদ্ধে গেইলের করা ১১৬ রানের ইনিংসটিকে। 

     

     

    ১৪

    খুলনাকে উড়িয়ে দেয়ার পথে গেইল আজকে মেরেছেন ১৪টি ছক্কা, বিপিএলের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও এটি। অবশ্য গেইল এক্ষেত্রে নিজের রেকর্ড নিজেই ভেঙ্গেছেন। বিপিএললের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার আগের তিনটি রেকর্ডও তাঁর (১২,১১,১০)। 

    গেইল আজকে শতক পূর্ণ করেছেন ৪৫ বলে, বিপিএলের তৃতীয় দ্রুততম শতকের রেকর্ডও এটি। 

    ৮০০

    টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৮০০তম ছক্কা মেরেছেন 'সিক্স মেশিন'। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা কাইরন পোলার্ডের, ৫০৬টি।