• অ্যাশেজ ২০১৭-১৮
  • " />

     

    সতীর্থের মাথায় পানীয় ঢেলে 'নিষিদ্ধ' ডাকেট!

    সতীর্থের মাথায় পানীয় ঢেলে 'নিষিদ্ধ' ডাকেট!    

    বেন স্টোকসের সেই ঘটনা নিয়ে কম হ্যাপা পোহাতে হয়নি দলকে। মাঝরাতে তরুণকে ঘুষি মারার ‘অপরাধে’ অ্যাশেজ স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত অংশ নিতে পারেননি। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ান ওপেনার ক্যামেরন ব্যানক্রোফটকে ইংল্যান্ড কিপার জনি বেইরস্টোর মাথা দিয়ে 'আঘাত' করার ঘটনাও কম আলোচিত হয়নি।  সিরিজের মাঝপথে আবারও মাঠের বাইরের ঘটনার জন্য আলোচনায় এলেন এক ইংলিশ ক্রিকেটার। ‘মদ্যপ’ অবস্থায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি জন্য সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন ওপেনার বেন ডাকেট।

     

     

     

    অ্যাশেজের শুরু থেকেই ইংলিশ ক্রিকেটারদের ওপর ‘কারফিউ’ আরোপ করেছিল টিম ম্যানেজমেন্ট। সেই কারফিউ কিছুটা শিথিল করায় গত বৃহস্পতিবার রাতে পার্থের পানশালায় গিয়েছিলেন দলের অনেকেই। জানা গেছে, সেখানে কোনো এক সিনিয়র সতীর্থের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ডাকেট। এক পর্যায়ে ‘মদ্যপ’ ডাকেট সতীর্থের মাথায় নিজের গ্লাসে থাকা পানীয় ঢেলে দেন! অন্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 

     

    এই ঘটনা নজর এড়ায়নি কারোরই। হোটেলের ফেরার পরেই এটা কানে যায় কোচ ট্রেভর বেয়লিসের। টিম ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউসের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়, সাময়িকভা বে নিষিদ্ধ থাকবেন ডাকেট। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাঁর মাঠে নামার কথা থাকলেও নেমেছেন জো ক্লার্ক।