• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    নাটকের পর একদিন পিছিয়ে গেল রংপুর-কুমিল্লা ম্যাচ

    নাটকের পর একদিন পিছিয়ে গেল রংপুর-কুমিল্লা ম্যাচ    

    প্রায় দুই ঘন্টা অবধি মাঠজুড়ে চলল নাটক। রংপুর-কুমিল্লার প্রায় সব খেলোয়াড় থেকে কর্মকর্তা নেমে এলেন মাঠে। এর মধ্যেই দেখা গেল, কুমিল্লার চেয়ারম্যান পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সঙ্গে কোনো একটা বিষয়ে মতবিরোধ চলছে বিসিবি কর্তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লার এক খেলোয়াড় এসে জানিয়ে গেলেন, বিপিএল গভর্নিং কাউন্সিল ম্যাচের সময় ঘন্টা দুয়েক বাড়াতে চেয়েছে। কিন্তু তাতে রাজি হয়নি কুমিল্লার মালিকপক্ষ। শেষ পর্যন্ত বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান আবদুল বাতেন এসে জানিয়ে গেলেন, আজকে যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকেই কাল শুরু হবে খেলা। সেই হিসেবে কাল সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে রংপুরের ব্যাটিং। দর্শকেরা আজকের টিকিট নিয়ে কাল খেলা দেখতে পারবেন। তবে বাইলজের কোন ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা স্পষ্ট করে জানানো হয়নি। 

     

     

    ঢাকার আকাশ জুড়ে বৃষ্টির আনাগোনা ছিল দুইদিন থেকেই। তবে নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও পরে বন্ধ হয়ে গিয়েছিল কুমিল্লা ও রংপুরের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ। বৃষ্টি নামার আগে ৭ ওভারে ৫৫ রান তুলেছিল টসে হেরে ব্যাটিংয়ে নামা রংপুর। 

    আগেরদিন ঝড় তোলা ক্রিস গেইল এদিন ছিলেন শান্ত। সে দায়িত্বটা নিয়েছিলেন জনসন চার্লস। প্রথম ওভারেই মেহেদি হাসানকে ছয়-চার মেরে শুরু, শেষ পর্যন্ত অপরাজিত আছেন ২৬ বলে ৪৬ রানে। শুরুতে পায়ের নিচে বল পড়ে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন ক্রিস গেইল। পরে ব্যাটিং চালিয়ে গেলেও মেহেদির বলেই ক্যাচ দিয়েছেন লং-অফে, শোয়েব মালিকের হাতে।