• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'বিপিএলের স্বার্থে' রাজি হয়েছেন মাশরাফি-তামিম

    'বিপিএলের স্বার্থে' রাজি হয়েছেন মাশরাফি-তামিম    

    এটাকে আপনি এক কথায় বলতে পারেন, ‘অবিশ্বাস্য’। অথবা ‘অভূতপূর্ব’! ‘পূর্ব-নির্ধারিত’ রিজার্ভ-ডে না থাকলেও বিপিএলে দ্বিতীয় কোয়ালাইফাইয়ারের ম্যাচটি এখন হবে নতুন করে তৈরি করা রিজার্ভ ডে-তে। সেটাও আবার আরেকটু অদ্ভুতভাবে। খেলা আজ যেখান থেকে শেষ হয়েছে, কাল শুরু হবে সেখান থেকেই। 

    বৃষ্টির কারণে কাট-অফ টাইম পেরিয়ে গেলেও খেলা শুরু হতে পারেনি, পরে দীর্ঘক্ষণ এটা নিয়েই চলেছে আলোচনা। কখনও তামিমের সঙ্গে বোর্ড কর্তা মাহবুব আনাম, তামিমের সঙ্গে মাশরাফির, বোর্ড কর্তাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের- নানা ধাপে, নানা ভাবে চলেছে কথা। শেষ পর্যন্ত ‘রাজি করানো হয়েছে এক দল’কে, খেলার জন্য। সেই দলটা এখন বুঝা যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। যারা খেলতে রাজি হয়েছে ‘বিপিএলের কল্যাণেই’। 

     

     

    তামিম ইকবাল বলেছেন, ‘ঠিক আছে, আমাদের জায়গায় অন্য কেউ হলে তারাও আমাদের সঙ্গে এমনই করতো। বিপিএলের স্বার্থে আমরা আগামীকাল খেলব। সব ঠিকঠাক এখন। কাল আমরা ভাল খেলার পরিকল্পনা নিয়ে নামবো। মাত্র ১৩ ওভার বোলিং করতে হবে। যে শুরুটা ভাল করতে পারবে, সেই পরে ভাল করবে।’ 

    মাশরাফির কন্ঠেও প্রায় একই সুর, ‘কোনও দলেরই আসলে পরিত্যক্ত খেলার কারণে বাদ পড়া উচিত নয়, বিশেষ করে ম্যাচটা যখন সেমিফাইনাল। এটা আসলে বোর্ড বা এমন কোনও কিছুর ব্যাপার নয়। এটা ক্রিকেটের জন্যই ভাল একটা খবর। প্লেয়িং কন্ডিশন’ গুরুত্বপূর্ণ, আমরা ত্রিদেশীয় সিরিজের আগে চোট পেতে চাই না। তামিমকে অনেক ধন্যবাদ, এ সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য। বিপিএলের স্বার্থেই আমরা আগামীকাল খেলবো। টুর্নামেন্টটা দারুণ হচ্ছে।’