'ইংলিশ ক্রিকেটারদের আচরণ আরও ভালো হওয়া উচিত'
পানশালার বাইরে তরুণকে ঘুষি, ‘মদ্যপ’ অবস্থায় সিনিয়র সতীর্থের মাথায় পানীয় ঢেলে দেওয়া; সাম্প্রতিক সময়ে ইংলিশ ক্রিকেটারদের এসব ‘কান্ড’ আলোচনার কেন্দ্রবিন্দুতেই আছে। এসবের কারণে বেন স্টোকসের পর নিষিদ্ধ হয়েছেন বেন ডাকেটও। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী বলছেন, মাঠের বাইরে দলের ক্রিকেটারদের আচরণ আরও ভালো হওয়া উচিত।
জাতীয় দলের ক্রিকেটারদের এরকম ‘ছেলেমানুষি’ আচরণ ভক্তদের হতাশ করেছে বলেই মানছেন মঈন, “শুধু খেলার সময় নয়, অন্য সময়ের সবকিছুই তরুণ ভক্তরা দেখছে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের এটা মাথায় রাখতে হবে যে তাঁরা আমাদের দেখে অনুপ্রাণিত হয়। এরকম কিছু করা উচিত নয় যেটায় তাঁদের ওপর বিরূপ প্রভাব পড়ে। এইসব ঘটনা তাঁদের ক্রিকেট থেকে দূরে সরিয়ে নিতে পারে। অনেকেই পরিবারের সাথে খেলা দেখতে এসেছেন, তাঁদের ব্যাপারটাও মাথায় রাখা দরকার।”
মাঠের বাইরের ঘটনা নিয়ে টিম ম্যানেজমেন্টও অস্বস্তিতে আছে, বলছেন মঈন, “বেয়লিস, স্ট্রাউস সবাই খানিকটা চিন্তায় আছেন। আমরা প্রাপ্তবয়স্ক মানুষ, আমাদের বোঝা উচিত কোনটা করতে হবে, কোনটা নয়। আমি তো কোনো পানীয় নেই না, পানশালাতেও যাওয়ার ইচ্ছা নেই। সবাইকেই নিজেদের আচরণ বদলাতে হবে এসব দিকে। আমরা কমবেশি সবাই এটা বুঝি।”
আগামী ১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। এরই মাঝে প্রথম দুই টেস্ট জিতে ২-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।