'কেউ আশা করেনি আমরা ফাইনালে যাব'
বিপিএল আর মাশরাফি বিন মুর্তজা- ইংরেজিতে বলতে গেলে ‘মেড ফর ইচ আদার’। এখন পর্যন্ত বিপিএলের যে চারটি আসর হয়েছে, তার তিনটিতেই চ্যাম্পিয়ন মাশরাফি। এবার রংপুর রাইডার্সকেও নিয়ে গেলেন ফাইনালে, আর বিপিএলের ফাইনালে মাশরাফির হারেননি কখনো! কাকতালীয়ভাবে যে একবার মাশরাফি জিততে পারেননি, সেবারের চ্যাম্পিয়ন অধিনায়ক সাকিব আল হাসানই কাল তাঁর মুখোমুখি। তবে রংপুরের এতদূর আসার কথাই ছিল না, সেটি জোর দিয়েই বললেন মাশরাফি। ফাইনালে আসার রহস্য বলেছেন একটাই- দল পরিবর্তন না করা।
গ্রুপ পর্বে বেশ কয়েকটি ম্যাচেই কানের পাশ দিয়ে গুলি গিয়েছিল রংপুরের। শেষ মুহুর্তের নাটকীয়তায় কয়েকটি ম্যাচ জিতে চতুর্থ হয়েই উঠেছিল প্লে অফে। সেখান থেকে পরের দুই ম্যাচেই দাপুটে জয়ে উঠে এলো ফাইনালে। মাশরাফি এটার পেছনে একটাই কারণ দেখছেন, ‘আসলে আমরা এ পর্যন্ত আসার পিছনে একটাই কারণ হতে পারে। আমরা কখনো টিম পরিবর্তন করিনি। যদি দল দেখেন,,ট্যাকটিকালি একটা-দুটা লোকাল খেলোয়াড় করেছি যেগুলো করতে হয়। দল দেখে একটা লেফট আর্ম স্পিনার বাড়ানো..একটা অফ স্পিনার বাড়ানো। জিয়াকে ওপেন করিয়েছি কয়েক ম্যাচে। এছাড়া কিন্তু ওভাবে আমরা টিম চেঞ্জ করিনি। এটার কারণে শেষ দিকে হলেও দল একটা ব্যালেন্সে এসেছে। এখন যে পজিশনে আছে তারা সবাই জানে যে তারা শেষ পর্যন্ত খেলবে। এখন তারা যদি ক্লিক না করে তাহলে আমাদের কিছু করার নেই। এটা কিন্তু নির্ভার ড্রেসিং রুম তৈরী হয়েছিল।’
তবে যত যাই হোক, রংপুরকে যে শেষ দুই ম্যাচ তিন বিদেশী জিতিয়েছেন, সেটা মানলেন মাশরাফিও, ‘গ্রুপ স্টেজের খেলার কথা চিন্তা করলে আমরা চার দলের মধ্যে ফেবারিট ছিলাম না। এটা সত্যি কথা অমাাদের দলে দুটি খেলোয়াড় আছে যারা তাদের দিনে সব শেষ করে দিতে পারে। সেটা ম্যাককালাম ও গেইল ছিল। আজকে চার্লস করেছে। তিন-চারজন আছে যারা গেম চেঞ্জ করতে পারে। আমার কাছে মনে হয় আমরা যে ক্রিকেট খেলৈ এসেছি তাতে কেউ প্রত্যাশা করেনি আমরা ফাইনাল খেলব।’
কিন্তু টানা দুই ম্যাচ জেতার পর রংপুর কি একটু চাপে থাকবে? মাশরাফি তা সোজা ব্যাটেই উড়িয়ে দিলেন, ‘আমাদের উপর চাপ নেওয়ার কোনো সুযোগ নেই।আমাদের টিমে এগুলো নিয়ে মনে হয়না কেউ চিন্তা করছে। যদি করতো তাহলে শুরু থেকে করতাম। আমরা শুধু ভালো খেলার চেষ্টা করেছি। টুর্নামেন্টে কিন্তু প্রথম ছয়টি জিতেছি ছয়টি হেরেছি। ফিফটি পারসেন্ট পেরেছি যেটা আমাদের পোটেনশিয়াল অনুযায়ী পারিনি। আমরা চারে ছিলাম। আমরা যেটা করতে পারি আমরা সেটা জানি। আর ঢাকার ব্যালেন্স যদি দেখেন তাহলে এ টুর্নামেন্টে সম্ভবত সেরা। এটা অস্বীকার করা যাবে না ঢাকা ও কুমিল্লার ব্যালেন্স কারো সাথে আসে না আসলে। এখানে বাড়তি প্রেসার নিয়ে আমার মনে হয় হাতছাড়ার কিছু নেই। রাদার দেন গো এন্ড এনজয়।’
কাল মাঠে রংপুর আগের দুই ম্যাচের মতো উপভোগ করতে পারলেই বিপিএল আর মাশরাফির গাঁটছড়া আরও শক্ত হবে!