• অ্যাশেজ ২০১৭-১৮
  • " />

     

    ভবিষ্যত নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি কুক

    ভবিষ্যত নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি কুক    

    শচীন টেন্ডুলকার। রিকি পন্টিং। স্টিভ ওয়াহ। জ্যাক ক্যালিস। শিবনারাইন চন্দরপল। রাহুল দ্রাবিড়। অ্যালান বোর্ডার। টেস্ট ইতিহাসে ১৫০ টেস্ট খেলেছেন এই সাতজনই। পার্থে অ্যাশেজের তৃতীয় টেস্টে এ তালিকায় যুক্ত হচ্ছেন অ্যালেস্টার কুক। ইংল্যান্ডের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবেও এ মাইলফলক ছুঁবেন এই ওপেনার।

    ২০০৬ সালে নাগপুরে ভারতের সঙ্গে টেস্টে অভিষেক হয়েছিল কুকের। ‘নাগপুরে যখন উপস্থিত হয়েছিলাম, আমি হয়তো এমন ভাবিই নাই। ব্যক্তিগত মাইলফলকের কথা চিন্তা করলে অবশ্যই এটা আমার কাছে বিশেষ একটা মুহুর্ত। খুব বেশি মানুষ তো ১৫০ টেস্ট খেলে নাই, টপ অর্ডারে বিশেষ করে। আমি এটা নিয়ে গর্বিত। আশা করি এই টেস্টের পরও আরও কিছু টেস্ট আমি খেলবো।’ 

    এই আরও কিছু টেস্ট নিয়েই যত বিপত্তি। ইংল্যান্ডের ফর্ম বা কুকের নিজের ফর্ম বিবেচনায় তো অনেকে তার বেলাশেষের গানই শুনছেন। মিচেল জনসন বলছেন, ২০১৩-১৪ সালের মতোই মানসিক অবস্থা কুকের। কেভিন পিটারসেন বলছেন, কুকের সময় আসলে ফুরিয়ে এসেছে। আর রিকি পন্টিংয়ের মতে, কুকের অবসর নেওয়া উচিৎ শীঘ্রই। 

     

     

    ‘এসব মন্তব্য করা আসলে খুব সহজ। দুইটি টেস্ট হয়েছে, আমি চার ম্যাচ আগেই একটা ডাবল সেঞ্চুরি পেয়েছি। আর আমি মিচেল জনসনকে ২০১৪ সালের পর আসলে দেখিনি, এই সাক্ষাতকার দেওয়ার আগে। সে যখন বিচার করবে, আমার মনে হয় আসলে পত্রিকার কলাম পূর্ণ করার জন্যই সেটা। গত কয়েকদিনে আমি যে পরিমাণ অতিরিক্ত খেটেছি, সেটাই আসলে প্রমাণ করে, আমি রানের জন্য এখনও ক্ষুধার্ত।’ 

    নিজের ক্যারিয়ার নিয়ে তাই এখনই চূড়ান্ত সিদ্ধান্তে আসেননি তিনি, ‘আমি আসলে সিদ্ধান্ত নিইনি কোনও। আমাদের দৃষ্টি এখন খেলার দিকে। আমাদের জীবনের সবচেয়ে বড় ম্যাচ এখন সামনে।’ 

    তবে নিজের জায়গা নিয়ে চাপ যে আছে, সেটা অবশ্য কুক বলছেন খুব সহজ করেই, ‘ব্যাপারটাই আসলে এমন। রান করলে আপনার জায়গা সুনিশ্চিত। আর রান না পেলে, নতুন মেধাবি কোনও ব্যাটসম্যান আছে, যে এ জায়গার জন্য অপেক্ষা করছে। ১২ বছর আগেও ব্যাপারটা এমন ছিল, আগামী ২০ বছর পরও এটাই থাকবে।’ 

    তবে কুক যে ইংল্যান্ডের অনেক বড় এক ভরসার নাম হয়ে উঠেছেন গত ১২ বছর ধরে, সেটা প্রমাণ করে তার টানা টেস্ট খেলার পরিসংখ্যানও। অভিষেক সিরিজে পেটের পীড়া নিয়ে একটি টেস্ট মিস করেছিলেন, সেটা বাদে টানা ১৪৭ টেস্ট খেলেছেন তিনি। শুধু অ্যালান বোর্ডার খেলেছেন তার চেয়ে বেশি, টানা ১৫৩টি টেস্ট। 

    বিদায় বলার আগে কুক ভাঙবেন সে রেকর্ড? এই অ্যাশেজেই দেখা যাবে, কুক-ঝলক?