• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    টি-টোয়েন্টির রেকর্ড-দৈত্য

    টি-টোয়েন্টির রেকর্ড-দৈত্য    

    ১৮
    টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছয়। এর আগের রেকর্ড ছিল তারই। আইপিএলে ২০১৩ সালে ব্যাঙ্গালোরের হয়ে ১৭৫ রানের ইনিংস খেলার সময় ১৭টি ছয় মেরেছিলেন গেইল। আর বিপিএলে সর্বোচ্চ ছয়ের নিজের রেকর্ডও ভেঙ্গেছেন তিনি, এর আগে ছিল ১৪টি।  


    ৫ম আসরে এসে বিপিএল ফাইনাল দেখলো প্রথম সেঞ্চুরি। এর আগের সর্বোচ্চ ইনিংস ছিল ইমরান নাজিরের, প্রথম ফাইনালে করেছিলেন ৭৫ রান। 

    ১৪৬*
    বিপিএলে সর্বোচ্চ ইনিংস। এখানেও ভেঙ্গেছেন নিজের রেকর্ড। এলিমিনেটরে নিজের ১২৬ রানই ছিল সর্বোচ্চ। গেইলের ইনিংসটি যে কোনও টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালেরই সর্বোচ্চ ইনিংস। 

    ১০৭
    বিপিএলে ১০০ ছক্কা ছাড়িয়ে গেলেন গেইল। বিপিএলে এটিই সর্বোচ্চ সংখ্যক ছয়, এরপর আছেন সাব্বির রহমান, তার ছয় ৪৭টি। 

    ১১১৭
    বিপিএলে ১১০০ রান পূর্ণ করলেন ক্রিস গেইল।

    ১১০০০
    টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১১০০০ রান পূর্ণ করলেন তিনি। 

    ২০১*
    বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ জুটি। জনসন চার্লস আউট হয়েছিলেন ৫ রানে। এরপর গেইল-ম্যাককালাম অবিচ্ছিন্ন ছিলেন ২০৬ রান পর্যন্ত। এ জুটি ভেঙ্গেছে ২০১৩ সালে লু ভিনসেন্ট ও শাহরিয়ার নাফিসের ১৯৭ রানের রেকর্ড।