• অ্যাশেজ ২০১৭-১৮
  • " />

     

    রুটের উইকেট চান অস্ট্রেলিয়ার সবাই

    রুটের উইকেট চান অস্ট্রেলিয়ার সবাই    

     

    অ্যাডিলেডে তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, ইংল্যান্ডের জয়ের প্রদীপটাও জ্বলছিল। ইংল্যান্ড অধিনায়ক জো রুটের ফেরার সাথে সাথেই শেষ হয়ে যায় অ্যাশেজে সমতা ফেরানোর আশা। সেবার রুটকে আউট করা জস হ্যাজেলউড বলছেন, রুটের উইকেটটা সব অস্ট্রেলিয়ান বোলারই পেতে চান।

     

     

     

    রুটই ইংল্যান্ড ব্যাটিং লাইনআপের ‘প্রাণভোমরা’, মানছেন হ্যাজেলউড, “উইকেট তো সবাই পেতে চায়। তবে রুটের উইকেট বিশেষ কিছু, সে ইংল্যান্ড ব্যাটিং লাইনআপের প্রাণ। সে একাই ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারে। শুরু থেকেই তাঁর বিপক্ষে নিজের সেরা বোলিং করতে হবে। তাঁকে যত কম রানে ফেরানো যায় ততই ভালো আমাদের জন্য।”

     

    কাল পার্থে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। ১৯৭৮ সালের পর এই ভেন্যুতে টেস্ট জয়ের স্বাদ পায়নি ইংল্যান্ড। হ্যাজেলউড বলছেন, পার্থের পিচে অজি বোলারদের গতির কাছেই হার মানবে ইংলিশরা, “লক্ষ্য একটাই, গতির ঝড় তোলা ও বাউন্সার দেওয়া। সেদিন মিচেল জনসন আমাকে বলেছে, এবারও নাকি ইংল্যান্ড ২০১৩ অ্যাশেজের মতো ব্যাটিং করছে। তাই সেবারের মতো পেসাররাই প্রতিপক্ষকে ঘায়েল করবে।”

     

    এদিকে অধিনায়ক স্টিভ স্মিথ বলছেন, দুটি খারাপ সেশনেই অ্যাশেজ হাতছাড়া হবে ইংল্যান্ডের, “অ্যাশেজ ফিরে পেতে আমাদের কয়েকটি ভালো মুহূর্ত দরকার। প্রতিপক্ষের কিছু খারাপ সেশনই তাঁদের সিরিজ পরাজয়ের কারণ হতে পারে। আশা করি সেটা কালকের ম্যাচের শুরুর দুই একদিনেই এসে যাবে।”