• অ্যাশেজ ২০১৭-১৮
  • " />

     

    স্টার্কের সেই বলে হাজারবার আউট হতেন শচীন ও ব্র্যাডম্যান!

    স্টার্কের সেই বলে হাজারবার আউট হতেন শচীন ও ব্র্যাডম্যান!    

     

    ‘গ্রীষ্মের সেরা বল’, কেউ আবার বলছেন 'অ্যাশেজের সেরা বল'। মিচেল স্টার্কের ওই ডেলিভারির গায়ে তমকাগুলো ভালোভাবেই লেগেছে। পার্থে চতুর্থ দিনের শেষভাগে দুর্দান্ত এক বলে জেমস ভিন্সকে ফিরিয়েছিলেন স্টার্ক। সাবেক ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান বলছেন, ওই বল সামলাতে পারতেন না শচীন টেন্ডুলকার কিংবা ডন ব্র্যাডম্যানও!

     

     

     

    অফ স্টাম্পে পড়া স্টার্কের বলটি যাওয়া কথা ছিল লেগ স্টাম্পে দিকেই। তবে লেগ স্পিনের মতো 'টার্ন' নিয়ে বেঁকে গেছে অনেকটাই। ভিন্স শুধু অবাক হয়ে দেখেছেন নিজের অফ ও মিডল স্টাম্প উড়ে যাওয়া। এই বলের পর ধারাভাষ্যকাররা মনে করিয়ে দিচ্ছিলেন ওয়াসিম আকরামের বোলিংয়ের কথাও! আকরামও নিজের টুইটে এই বলের ভূয়সী প্রশংসা করেছেন। 

     

    সোয়ান মনে করেন, শচীন ও ব্র্যাডম্যান হাজারবার এই বল খেললে প্রতিবারই আউট হতেন, “৯০ মাইলের গতিতে আসা বল স্পিনারদের চেয়েও বেশি বাঁকছে! সবাই শ্যেন ওয়ার্নের সেই বল অফ দ্যা সেঞ্চুরির কথা বলে। আমি বলবো, স্টার্কের এই বল শচীন ও ব্র্যাডম্যান হাজারবার খেললেও সামলাতে পারতেন না, প্রতিবারই আউট হতেন। এটা কোনোভাবেই খেলা সম্ভব নয়।”