• অ্যাশেজ ২০১৭-১৮
  • " />

     

    ওয়ানডে সিরিজেও থাকছেন না স্টোকস

    ওয়ানডে সিরিজেও থাকছেন না স্টোকস    

     

    অ্যাশেজ দলে থেকেও শেষ পর্যন্ত খেলা হয়নি। মাঝরাতে তরুণকে ঘুষি মারার সেই ঘটনায় বেন স্টোকসের বিরুদ্ধে এখনো চলছে পুলিশের তদন্ত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ থাকা স্টোকস এবার বাদ পড়তে যাচ্ছেন আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে তাঁর জায়গায় দলে ঢুকতে যাচ্ছেন ডেভিড মালান।

     

     

     

    অ্যাশেজে স্টোকস খেললে হয়ত দলেই থাকতেন না মালান। শেষ মুহূর্তে স্টোকসের বাদ পড়ার কারণে দলে ঢুকেছিলেন। সুযোগটা দারুণভাবেই কাজে লাগিয়েছেন। পার্থে সেই সেঞ্চুরিসহ ৭ ইনিংসে করেছেন ৩১৬ রান। এখনো রঙ্গিন পোশাকে ইংল্যান্ডের হয়ে না খেলা মালানের অভিষেক হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই।

     

    ঘুষি মারার ঘটনার পরও ওয়ানডে দলে রাখা হয়েছিল স্টোকসকে। তবে পরবর্তীতে জানানো হয়, যতদিন পুলিশের তদন্ত শেষ না হবে, ততদিন ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না তিনি। এজন্য অ্যাশেজ স্কোয়াডে জায়গা করে নিলেও পরে বাদ দেওয়া হয়েছিল।

     

    আগামী ১৪ জানুয়ারি মেলবোর্নে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।