মেলবোর্নের পিচকে 'নিম্নমানের' বলল আইসিসি
ম্যাচের শেষ দিনে প্রায় সবার মুখে ছিল একটাই কথা, ‘এ কেমন পিচ!’। ধারাভাষ্যকার থেকে শুরু করে খোদ অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ, মেলবোর্নের পিচ নিয়ে খুশি ছিলেন না কেউই। আজ আইসিসি মেলবোর্নের পিচকে বলেছে ‘নিম্নমানের’, একই সাথে ক্রিকেট অস্ট্রেলিয়াকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
চতুর্থ অ্যাশেজ টেস্টে পাঁচদিনে পড়েছে মোট ২৪ উইকেট। ‘ড্রপ-ইন’ পিচে ম্যাড়ম্যাড়ে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। এ নিয়ে ইংলিশ ক্রিকেটাররা নিজেদের ক্ষোভের কথাও জানিয়েছিলেন। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের নজর এড়ায়নি বেপারটা, “ পিচে খুব বেশি বাউন্স ছিল না। যত সময় গড়িয়েছে ততো শ্লথ হয়েছে পিচ। পাঁচ দিনে একটুও পরিবর্তন হয়নি , এজন্যই ম্যাচের সমাপ্তিটা ওরকম হয়েছে। ব্যাটসম্যান, বোলার কাউকেই খুব একটা সহায়তা করেনি এই পিচ।”
পিচ রেটিং প্রবর্তনের পর এই প্রথম কোনো অস্ট্রেলিয়ান পিচকে নিম্নমানের বলছে আইসিসি। এর আগে প্রমীলা অ্যাশেজ চলার সময় নর্থ সিডনি ওভালের পিচকে ‘বিলো-অ্যাভারেজ’ রেটিং দেওয়া হয়েছিল।
আগামী দুই সপ্তাহের মাঝে ক্রিকেট অস্ট্রেলিয়াকে মেলবোর্নের পিচের ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আইসিসি। শুনানির দিন ১৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে অস্ট্রেলিয়াকে। পরবর্তী এক বছরের মাঝে আবারও এরকম হলে জরিমানার অংকটা দাঁড়াবে ৩০ হাজার ডলার। তবে ঐতিহাসিক এই ভেন্যুকে জরিমানা না করে শুধুমাত্র সতর্ক করার কথাও শোনা যাচ্ছে।
'নিম্নমানের' পিচ রেটিং পাওয়ায় ৩ ডিমেরিট পয়েন্ট পেল মেলবোর্ন। পাঁচ বছরের মাঝে মোট ৫ ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবে মেলবোর্ন। ১০ ডিমেরিট পয়েন্ট পেলে সেটা বেড়ে দাঁড়াবে ২ বছরে।