• বাংলাদেশ ক্রিকেট লিগ, বিসিএল
  • " />

     

    বিকেএসপিতে নুরুল, সিলেটে বোলারদের দিন

    বিকেএসপিতে নুরুল, সিলেটে বোলারদের দিন    

    নর্থ জোন-ইস্ট জোন, সিলেট 
    নর্থ জোন ১ম ইনিংস ১৮৭ (ফরহাদ ৪০, নাজমুল ২৩, ধীমান ২৩, আবু জায়েদ ৫/৭১, খালেদ ৩/৩৬) ও ২য় ইনিংস ৩৬/০ (মিজানুর ১৭*, নাজমুল ১৬*) 
    ইস্ট জোন ২১১ (মেহেদি ৪৬, ইয়াসির ৪৫, সোহাগ ৩০, আরিফুল ৩/৪৪, ফরহাদ ৩/৪৭, শফিউল ৩/৬৮) 

    সেন্ট্রাল জোন-সাউথ জোন, বিকেএসপি
    সাউথ জোন ১ম ইনিংস ৪৪৮ (নুরুল ১৩৩, শাহরিয়ার ৮০, তুষার ৫৬, আল-আমিন ৫১, এবাদত ৩/৮৭, আবু হায়দার ৩/১০০, মোশাররফ ২/১২৮) 
    সেন্ট্রাল জোন ১৪/০ (সাদমান ১০*, রবি ২*) 


    বিসিএলের ২য় রাউন্ডের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন সাউথ জোনের নুরুল হাসান। প্রথম শ্রেণিতে এটি তার ৭ম সেঞ্চুরি। শাহরিয়ার নাফিস, তুষার ইমরান, আল-আমিন জুনিয়ররা ফিফটি পেলেও সেটা তিন অঙ্কে নিয়ে যেতে পারেননি কেউ। ৪৪৮ রানে অল-আউট হয়ে গেছে তাদের দল, এবাদত ও আবু হায়দার নিয়েছেন ৩টি করে উইকেট। সেন্ট্রাল জোনের দুই ওপেনার দিনশেষে আছেন অপরাজিত। অপেক্ষায় আছেন তাই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ১টি উইকেট পেলেই তার ৫০০ উইকেট পূর্ণ হবে প্রথম শ্রেণিতে।  

    সিলেটে অন্য ম্যাচে দাপট দেখাচ্ছেন বোলাররা। ১ম ইনিংসে নর্থ জোনকে ১৮৭ রানে অল-আউট করে ২১১ রানে গুটিয়ে গেছে ইস্ট জোন। আরিফুল, ফরহাদ ও শফিউল নিয়েছেন ৩টি করে উইকেট। ২য় ইনিংসে নর্থ জোনেরও দুই ওপেনার অপরাজিত থেকে শেষ করেছেন ২য় দিনের খেলা।