মাতার বাতিল হওয়া গোলের জন্য ক্ষমা চাইল 'হক-আই'
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি নিয়ে গত কয়েক মাসে কম বিতর্ক হয়নি। গত পরশু এফ এ কাপের ম্যাচে ফুটবলের নতুন এই সংযোজন আবারও জন্ম দিয়েছিল বিতর্কের। ম্যানচেস্টার ইউনাইটেডের হুয়ান মাতার গোল ‘হক-আই’ পদ্ধতির সাহায্য নিয়ে বাতিল করেন রেফারি। ভুল ছবির কারণে গোল বাতিল হওয়ায় আজ ক্ষমা চেয়েছে খোদ হক-আই কর্তৃপক্ষই।
হাডার্সফিল্ডের বিপক্ষে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে গোল করেছিলেন মাতা, উদযাপনও শুরু করেছিলেন। প্রতিপক্ষের আপত্তিতে রিভিউ পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নেন রেফারি। সেখানে হক-আইতে টানা লাইনে দেখা যায়, সামান্য অফ সাইড ছিলেন মাতা, ফলে বাতিল হয় গোল। মাতা সেদিনই জানিয়েছিলেন, এই সিদ্ধান্তে খুশি নন তিনি, কারণ স্পষ্টভাবে নাকি অফসাইড বুঝা যায়নি।
শেষ পর্যন্ত মাতার কথাই ঠিক হলো। হক-আই এখন বলছে, টিভির পর্দায় আসা সেই লাইনগুলো খানিকটা বাঁকা ছিল, ‘কারগরি কিছু ত্রুটির জন্যই লাইনগুলো আঁকাবাঁকা এসেছিল। এজন্যই গোলটা বাতিল হয়েছে। ভুল লাইন দেখানোয় হক-আইয়ের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হচ্ছে।’