• এফ এ কাপ
  • " />

     

    সিটির বিদায়ঘণ্টা বাজিয়ে দিল উইগান

    সিটির বিদায়ঘণ্টা বাজিয়ে দিল উইগান    

     

    প্রিমিয়ার লিগে তারা মোটামুটি ধরাছোঁয়ার বাইরে, চ্যাম্পিয়নস লিগেও সময়টা খারাপ যাচ্ছে না। মৌসুমজুড়ে যাদের দাপুটে ফুটবলে পাত্তা পায়নি কেউই, সেই ম্যানচেস্টার সিটির বিদায়ঘণ্টা বাজিয়ে দিল তৃতীয় বিভাগের দল উইগান অ্যাথলেটিক। এফ এ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে উইলিয়াম গ্রিগের একমাত্র গোলে পেপ গার্দিওলার দলকে হারিয়েছে উইগান।

     

     

     

    ম্যাচে সিটির বল পজিশন ছিল ৮৩ শতাংশ। এই পরিসংখ্যানই হয়ত বলে দিচ্ছে পুরো ম্যাচে রাজত্ব করেছে সিটিই। প্রথমার্ধেই বেশ কয়েক গোলের ব্যবধানে এগিয়ে যেত সিটি। সারজিও আগুয়েরো, ফার্নানদিনহো, গুন্দাগুনরা একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন। সিটিকে গোলবঞ্চিত করার কৃতিত্বটা অবশ্য উইগান গোলরক্ষককেও দিতে হবে। ক্রিশ্চিয়ান ওয়ালটন দারুণভাবে ঠেকিয়ে দেন সিটিজেনদের কয়েকটি দুর্দান্ত শট।

     

    প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিট। উইগানের ম্যাক্স পাওয়ারকে স্লাইডিং ট্যাকেল করলেন ফ্যাবিয়ান ডেলফ। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখাতে নিলেও পরে সরাসরি লাল কার্ড দেখিয়েছেন ডেলফকে। এই কার্ড দেখান নিয়ে বিরতির সময় স্টেডিয়ামের টানেলে দুই পক্ষের কোচ, ফুটবলারদের কথা কাটাকাটিও কম হয়নি।

     

    দ্বিতীয়ার্ধেও উইগান রক্ষণভাগকে চাপে রাখে ১০ জনের সিটি। কিন্তু গোল আসছিল না কিছুতেই। অন্যদিকে কালেভদ্রেই আক্রমণে গিয়েছে উইগান। ক্লদিও ব্রাভোকে তাই খুব বেশি পরীক্ষা দিতে হয়নি। কিন্তু ৭৯ মিনিটের এক পাল্টা আক্রমণে সবাইকে অবাক করেই উইগানকে এগিয়ে দেন গ্রিগ। ক্যালাম এল্ডারের পাসে বক্সের বাইরে থেকে নেওয়া শট ব্রাভোর গ্লাভস ঘেঁসে জালে জড়ায়। পুরো ম্যাচে মাত্র ১৯ বার বল ছুঁয়েছেন গ্রিগ! 

     

    ম্যাচে ফেরার বহু চেষ্টা করলেও সফল হয়নি সিটি। এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে মাত্র তৃতীয়বারের মতো গোল করতে ব্যর্থ হলো সিটিজেনরা। ২০০৪-৫ সালের পর আবারও তৃতীয় বিভাগের দলের কাছে হারল তারা।