'টাকা দিয়ে পরিকল্পনা কেনা যায় না'
ম্যাচের আগে দানি আলভেজ বলেছিলেন, পিএসজিকে প্রমাণ করতে হবে টাকাই তাদের সব নয়। রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলে সেটা আর হয়ে ওঠেনি। সাবেক ইতালি ও এসি মিলান কোচ আরিগো সাচ্চি বলছেন, টাকা দিয়ে আর যাই হোক, রিয়ালের মতো ‘পরিকল্পনা’ সাজাতে পারবে না পিএসজি।
প্রথম লেগে ৩-১ গোলের হারের পর ঘরের মাঠে ২-১ গোলের পরাজয়। নেইমারবিহীন পিএসজি খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি রোনালদোদের সামনে। পিএসজিকে ‘দুর্বল’ দল হিসেবেই আখ্যায়িত করলেন সাচ্চি, ‘রিয়ালের প্রতিপক্ষ খুবই দুর্বল ছিল। পিএসজি শুধু কয়েকজন ফুটবলারকে নিয়ে গড়া দল। তাদের রিয়ালের মতো পরিকল্পনা ছিল না। পিএসজির পুরো ম্যাচেই এটার অভাব বোধ করেছে। টাকা দিয়ে পরিকল্পনা কেনা যায় না।’
পিএসজি কোচ উনাই এমেরির আরও বেশি সময় দরকার বলেই মানছেন সাচ্চি, ‘এমেরি দারুণ একজন কোচ। পিএসজিকে তাঁর পাশে থাকতে হবে, বিশেষ করে তাঁর ফুটবলারদের। সবাই তাকে অনুসরণ করবে, এটাই হওয়ার উচিত।’