‘গার্ড অফ অনার’ নিয়ে ভাবছেন না ভালভের্দে
লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে লেগানেসকে হারিয়ে লা লিগা শিরোপার আরও কাছে চলে গেছে এর্নেস্তো ভালভের্দের বার্সেলোনা। শিরোপা নিশ্চিত হতে পারে মে মাসের এল ক্লাসিকোর আগেই। তবে কাল রিয়াল মাদ্রিদ কোচ জিদান সাফ জানিয়ে দিয়েছেন, বার্সাকে ‘গার্ড অফ অনার’ দেবেন না তারা। ভালভের্দে বলছেন, ‘গার্ড অফ অনার’ নয়, চ্যাম্পিয়ন হওয়া নিয়েই ভাবছেন তিনি।
ক্লাব বিশ্বকাপ জয়ের পর রিয়ালকে ‘গার্ড অফ অনার’ দেয়নি বার্সেলোনা। এজন্য বার্সাকেও লা লিগা জয়ের পর ‘গার্ড অফ অনার’ দেবে না রিয়াল, নিশ্চিত করেছেন জিদান। ভালভের্দে অবশ্য এসব নিয়ে একদমই মাথা ঘামাচ্ছেন না, ‘এই ব্যাপারে আমার কিছুই বলার নেই। লিগের এখনো অনেকটা বাকি, আমরা তো এখনও চ্যাম্পিয়নও হইনি! ‘গার্ড অফ অনার’ নিয়ে তাই একদমই ভাবছি না।’
ভালভের্দে না ভাবলেও জিদানের কথাটা কিন্তু ঠিকই গায়ে লেগেছে বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকের। আজ মাদ্রিদ ডার্বি তাই খুব ‘মনোযোগ’ দিয়েই দেখবেন, ‘দুই মাদ্রিদ মুখোমুখি হচ্ছে। রাতে আর ঘুমাবো না!’