টানা তিন জয়ে ফাইনালের পথে রাজশাহী
সংক্ষিপ্ত স্কোর
খুলনা ১৬ ওভারে ১১২/৮ ( জামাল ৬১*, ওয়াসেল ২/১৪)
রাজশাহী ১৫ ওভারে ১১৫/২ ( আনিসুর ৫৬*, মুশফিকুর ৩৮*)
রাজশাহী ৮ উইকেটে জয়ী
প্রথম দুই ম্যাচে জয়ে ফাইনালের রাস্তা মসৃণ করে রেখেছিল তারা। তৃতীয় ম্যাচে র’ নেশন খুলনাকে ৮ উইকেটে হারিয়ে ওয়ালটন মাস্টার্স ক্রিকেটের ফাইনাল অনেকটাই নিশ্চিত করল খালেদ মাসুদের এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স।
টসে জিতে ব্যাটিংয়ে নামা খুলনার ইনিংসের হাইলাইটস ছিল জামাল উদ্দিনের ইনিংসটাই। ওপেনিংয়ে নামা জামাল শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। ৭ চার ও এক ছয়ে ৪৬ বলে করেন ৬১ রান। ১৩২ স্ট্রাইক রেটে ব্যাট করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত।
তবে জামালকে সঙ্গ দিতে পারেননি খুলনার কেউই।নিয়াজ মোরশেদ করেছেন ১২, ফরিদউদ্দিন ও আসাদুল্লাহ খান করেছেন ১০ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় স্কোর খুব বেশি এগোয়নি। রাজশাহীর এহসানুল হক, ওয়াসেল উদ্দিন, নিয়াজ মোরশেদ নাহিদ নিয়েছেন ২টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। ৫ রানেই ফেরেন দুই ওপেনিং ব্যাটসম্যান। আগের দুই ম্যাচে রাজশাহীর জয়ের নায়ক আনিসুর রহমান আবারও দলের হাল ধরেন। তাদের দারুণ সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহমানও। ১১০ রান করা এই জুটিই রাজশাহীকে জিতিয়ে মাঠ ছাড়ে।
৫ চার ও ২ ছয়ে ৪৫ বলে ৫৬ রান করেন আনিসুর, ৪১ বলে ৩৮ করেন মুশফিকুর। এক ওভার বাকি থাকতেই জয় পায় তারা।