• " />

     

    ভারতের আপত্তিতে বাতিল দিবারাত্রির টেস্ট

    ভারতের আপত্তিতে বাতিল দিবারাত্রির টেস্ট    

    ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল আগেই। অস্ট্রেলিয়া সফরে দিবারাত্রির টেস্ট খেলার ব্যাপারে ভারতের আপত্তি ছিল শুরু থেকেই। শেষ পর্যন্ত বোর্ডের আগ্রহ থাকা পড়েও কোহলিদের বিপক্ষে গোলাপি বলের টেস্ট আয়োজন করছে না অস্ট্রেলিয়া।

     

     

    এই বছরের ৬ ডিসেম্বরে অ্যাডিলেডে দিবারাত্রির টেস্ট আয়োজন করতে চেয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিসিসিআইয়ের সাথে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। তবে সুপ্রিম কোর্টের সাথে এই ব্যাপারে কয়েকমাস আগে ঝামেলায় জড়িয়ে পড়ার কারণে আর গোলাপি বলের টেস্টের দিকে এগুতে চাইছে না ভারত।

    এখন পর্যন্ত ৪টি গোলাপি বলের টেস্টে সবকয়টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে এবার দিবারাত্রির টেস্ট আয়োজন করতে না পারায় তাই হতাশ তারা, জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, ‘বিসিসিআইয়ের আপত্তিতে অ্যাডিলেডে এখন দিনেই খেলা হবে। অ্যাদিলেডের দর্শক হয়ত হতাশই হবে খবরতা জেনে। কারণ গত কয়েক বছরে এই টেস্ট খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল।’

    তবে ভারতের বিপক্ষে না হলেও জানুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে দিবারাত্রির টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে হবে এই টেস্ট।