আইপিএলে লামিচানের নেপালি ইতিহাস
নেপালে বোধহয় নতুন একটা রেকর্ড হতে যাচ্ছে আজ। এর আগে নেপালে আইপিএলের কোনও ম্যাচ নিয়ে এতো আগ্রহ ছিল কিনা কে জানে, তবে আজ সেটা থাকবে নিশ্চিতভাবেই। প্রথম নেপালি হিসেবে আইপিএল খেলতে নামছেন ১৮ বছর পূর্ণ না করা লেগস্পিনার সন্দিপ লামাচিনে। দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের দলে আছেন তিনি।
নেপালি ক্রিকেটের গল্পটা রুপকথার মতো, লামিচানে সেখানে বিস্ময় তরুণ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপালের সর্বোচ্চ উইকেট ছিল তার, ১৫ বছর বয়সেই জাতীয় দলে অভিষেক। ওয়ার্ল্ড ক্রিকেট লিগের ডিভিশন টু-তে নিয়েছিলেন ১৭ উইকেট, ব্যাটিংয়েও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
এর মাঝেই আইপিএলে প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে পেয়েছেন দল, ২০ লাখ ভারতীয় রুপিতে তাকে নিয়েছিল দিল্লী। এর আগে সেন্ট কিটসের দলেও ছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সিপিএলে।
১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের তলানিতে আছে দিল্লী। লামাচিনের সঙ্গে অভিষেক হচ্ছে ১৭ বছর বয়সী অলরাউন্ডার অভিষেক শর্মারও। সঙ্গে আছেন পৃথ্বি শ। আইপিএলে এই প্রথম একই দলে ১৮ বা এর কম বয়সী তিনজন ক্রিকেটার খেলছেন।
তবে নেপাল মাতবে লামিচানেকে নিয়েই। তাদের ক্রিকেটে তো আজ আরেকটি ঐতিহাসিক দিন!