• আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    টেস্টের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ম্যাককালাম

    টেস্টের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ম্যাককালাম    

    ‘টেস্ট ক্রিকেট মরে যাবে’। গত কয়েক বছরে এই উক্তি শোনা গেছে বহু ক্রিকেটারের মুখেই। টি-টোয়েন্টির তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার কাছে হার মেনে হারিয়ে যাবে সাদা পোশাকের ক্রিকেট, এই ভয়টা এখন করছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও।

    কিছুদিন আগে নিজেদের প্রথম টেস্ট খেলতে নেমেছে আয়ারল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে টেস্ট শুরুর আগে আইরিশ বোর্ড বলেছিল, টেস্ট আয়োজনে বেশি অর্থ লাগে বলে ঘরের মাটিতে কম টেস্ট খেলতে চাইছেন তারা

     

     

    আইরিশ বোর্ডের মতো দর্শকরাও একটা সময় মুখ ফিরিয়ে নেবে টেস্ট থেকে, ধারণা ম্যাককালামের, ‘আমার বিশ্বাস টেস্ট ক্রিকেট খুব বেশিদিন থাকবে না। এটা আয়োজন করতে পারে এমন দেশের সংখ্যাও কমে আসবে। দর্শকরাও টেস্টের চেয়ে টি-টোয়েন্টি দেখতে বেশি পছন্দ করছে, এটাই বাস্তবতা। ৪-৫ দিন ধরে খেলা দেখার সময়টাও হয়ত কারও হবে না। বেছে বেছে কয়েকটা সেশন দেখতে আসবেন অনেকেই, যদি খেলা জমে যায় আর কি। এভাবে টেস্ট ক্রিকেট কীভাবে টিকে থাকবে?’

    ভবিষ্যতে ক্রিকেটার তৈরি হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য, টেস্টর জন্য না; ম্যাককালাম বলছেন এমনটাই, ‘অদূর ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিগুলোই ক্রিকেটার তৈরির কারখানা হবে। সেখানে এমন ক্রিকেটার তৈরি করা হবে যারা টেস্ট না, টি-টোয়েন্টি খেলতেই বেশি পারদর্শী।’