ক্রিকেটে ফিরছেন ওয়ার্নার
বল টেম্পারিংয়ের ‘মূল কারিগর’ হিসেবে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন। আবার কবে ব্যাট হাতে দেখা যাবে অস্ট্রেলিয়ার সাবেক সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে, সে নিয়ে সন্দিহান ছিলেন সবাই। অবশেষে ক্রিকেটে ফিরছেন তিনি, ওয়ার্নারকে দেখা যাবে সিডনির ক্লাব র্যান্ডউইক পিটারসেম ক্লাবের হয়ে খেলতে।
আন্তর্জাতিক ও রাজ্য দলের হয়ে নিষিদ্ধ থাকলেও ক্লাব ক্রিকেট খেলতে বাধা ছিল না ওয়ার্নারদের। গত পরশু নিষিদ্ধ হওয়া আরেক ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটের মাঠে ফেরার খবরও এসেছে। ভোটাভুটিতে জিতেই তাকে মাঠে ফেরানোর ঘোষণা দিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
নিউ সাউথ ওয়েলসের এই মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট সিজনে ওয়ার্নারকে দলে নিয়েছে র্যান্ডউইক। মৌসুমের প্রথম ৩-৪ টি ম্যাচ নিশ্চিতভাবেই খেলবেন বলে জানান ক্লাবের প্রেসিডেন্ট মাইক হুইটনি, ‘তাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটার। প্রাক মৌসুম অনুশীলনেও সে ক্লাবের তরুণদের সাথে কাজ করবে।’