ক্রিকেটে ফিরছেন স্মিথও
নিষিদ্ধ থাকা দুই সতীর্থ ক্রিকেটে ফিরছেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথও তাদের পথ ধরেই ফিরতে যাচ্ছেন মাঠে। আগামী মাসে কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে স্মিথকে।
গত মার্চে বল টেম্পারিং কেলেঙ্কারিতে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন, পেয়েছিলেন এক বছরের নিষেধাজ্ঞাও। জাতীয় দলের পাশাপাশি রাজ্য দল, বিগ ব্যাশে খেলতে না পারলেও অন্যান্য টুর্নামেন্টে খেলা নিয়ে কোনো বাধা ছিল না।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্মিথকে প্রস্তাব দেওয়া হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়াও নাকি সবুজ সংকেত দিয়েছে স্মিথের খেলার ব্যাপারে।
কানাডার ম্যাপেল লিফ ক্রিকেট ক্লাবে ৬ দল নিয়ে আয়োজন করা হবে এই টুর্নামেন্টের। ক্যারিবিয়ান অল স্টার্স, টরোন্টো ন্যাশনালস, মন্ট্রিয়াল টাইগার্স, ওটোয়া রয়্যালস, ভ্যানকুভার নাইটস ও উইনিপেগ হকস নামের ছয় ফ্র্যাঞ্চাইজির কোথায় খেলবেন স্মিথ, সেটা জানা জানে আগামী ২৬ মে।