• এফ এ কাপ
  • " />

     

    কিক অফের আগেঃ ইউনাইটেডের ইতিহাস গড়ার রাত?

    কিক অফের আগেঃ ইউনাইটেডের ইতিহাস গড়ার রাত?    

    দুই দলই মৌসুমের এখন পর্যন্ত কোনো শিরোপার স্বাদ পায়নি। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির ধারেকাছেও ছিল না চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড, চ্যাম্পিয়নস লিগেও খুব একটা সুবিধা করতে পারেনি তারা। দুই ক্লাবের কাছে এফ এ কাপটাই তাই সবেধন নীলমণি। মৌসুম শেষে ভক্তদের একটা ট্রফি উপহার দেওয়ার লক্ষ্যেই এফ এ কাপের ফাইনালে আজ ওয়েম্বলিতে মুখোমুখি দুই দল।

     

    লড়াইটা হবে সমানে সমানঃ

    এফ এ কাপের ফাইনালে এর আগে দুইবার দেখা হয়েছে চেলসি ও ইউনাইটেডের। ১৯৯৪ সালে চেলসিকে ৪-০ গোলে উড়িয়ে শিরোপা যেতে ইউনাইটেড।  ২০০৭ সালের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়ে সেই হারের প্রতিশোধ নেয় ব্লুজরা।

     

     

     

    চেলসির ৬ বছরের অপেক্ষার অবসান?

    শেষবার এফ এ কাপ শিরোপা চেলসির ঘরে উঠেছিল ২০১১-১২ মৌসুমে। ৭ বারের চ্যাম্পিয়ন চেলসি আজ খেলবে তাদের ১৩ তম ফাইনাল। আজ জিতলেই ৮ম শিরোপা নিয়ে পাশে বসবে টটেনহামের, যারা এই টুর্নামেন্টের শিরোপা জয়ী ক্লাবের তালিকায় তৃতীয় স্থানে আছে।

    এটা হতে পারত গতবারই, ফাইনালে আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় চেলসির। ২০১০ সালের পর আবারও টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে চেলসি। আজ যদি হেরেই যায় চেলসি, হাওয়ার্ড কেন্ডালের পর দ্বিতীয় চেলসি ম্যানেজার হিসেবে টানা দুটি এফ এ কাপের ফাইনাল হারের স্বাদ পেতে হবে কোচ আন্তোনিও কন্তেকে।


    আর্সেনালকে ছুঁতে পারবে ইউনাইটেড?

    রেকর্ড ২০তম ফাইনাল খেলতে নামা হোসে মরিনহোর দলের সামনে হাতছানি দিচ্ছে আরেকটি মাইলফলক। চেলসির বিপক্ষে জিতলেই ১৩তম শিরোপার স্বাদ পাবে ইউনাইটেড, ছুঁয়ে ফেলবে সবচেয়ে বেশিবার এফ এ কাপ জয়ের আর্সেনালের রেকর্ডটাও। চেলসির হয়ে ২০০৭ সালে এফ এ কাপ জিতেছিলেন মরিনহো, নিজের দ্বিতীয় ফাইনালেও জিততেই চাইবেন। 

    রোমেলু লুকাকুর ইনজুরিতে বেশ দুশ্চিন্তাতেই আছেন মরিনহো। তবে ইনজুরি কাটিয়ে অ্যান্থনি মার্শিয়ালের ফেরা কিছুটা স্বস্তিতে রেখে তাকে। অন্যদিকে চেলসি ফুটবলারদের ফিটনেস নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না কন্তেকে।

    এদিকে কন্তে ইঙ্গিত দিয়েছেন, এটাই হতে পারে চেলসির হয়ে তার শেষ ম্যাচ। শেষ ম্যাচে কি দলকে শিরোপা জিতিয়েই বিদায় বলবেন? নাকি মরিনহোর ইউনাইটেডের রেকর্ডছোঁয়া শিরোপা উল্লাস দেখবে ওয়েম্বলি?