বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী সালাহ
তার হাত ধরেই ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে যাচ্ছে মিশর। দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর শেষ ম্যাচে গিয়েই বাধল বিপত্তি। কাঁধের ইনজুরিতে মাত্র ৩০ মিনিটের মাথায়ই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন মোহামেদ সালাহ। বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, সে নিয়েও জেগেছে বড় ধরনের শঙ্কা। তবে এবার খোদ সালাহই বললেন, তিনি সব বাধা পেরিয়েই বিশ্বকাপে মাঠে নামবেন।
It was a very tough night, but I'm a fighter. Despite the odds, I'm confident that I'll be in Russia to make you all proud. Your love and support will give me the strength I need. pic.twitter.com/HTfKF4S70e
— Mohamed Salah (@MoSalah) May 27, 2018
সার্জিও রামোসের সাথে বল দখলের লড়াইয়ে কাঁধে চোট পেয়েছিলেন। সেই চোটের সাথে রীতিমত যুদ্ধ করেই রাশিয়াতে যাবেন, নিজের টুইটারে জানিয়েছেন সালাহ, ‘খুব কঠিন একটা রাত ছিল। কিন্তু আমি যুদ্ধ চালিয়ে যাবো। অনেক বাধা থাকলেও আমি রাশিয়াতে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। আপনাদের সমর্থন ও ভালোবাসা চাই।’
গতকাল মিশর ফুটবল ফেডারেশনও সালাহর খেলার ব্যাপারে আশাবাদ জানিয়েছিল। আগামী ৪ জুন চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে মিশর।