ইসরায়েলে খেলতে আসলে পোড়ানো হবে মেসির জার্সি!
কিছুদিন আগেই ইসরায়েলের খেলতে না আসার ব্যাপারে অনুরোধ জানিয়েছিলেন তিনি। এবার প্যালেস্টাইন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, আর্জেন্টিনা যদি প্রস্তুতি ম্যাচ খেলতে ইসরায়েলের টেডি স্টেডিয়ামে যায়, তাহলে অধিনায়ক লিওনেল মেসির জার্সি ও পোস্টার পোড়ানো হবে!
জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে উঠেছে বেশ কয়েক মাস হলো। আর্জেন্টিনা যদি এখানে খেলতে আসে, তাহলে তারা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে বলেই ধারণা প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জিবরীল রাজুবের।
রাজুব বলছেন, মেসির জার্সি পুড়িয়েই প্যালেস্টাইনের মানুষ প্রতিবাদ জানাবে, ‘সে অনেক বড় মাপের ফুটবলার, আর্জেন্টিনার প্রতীকও বটে। তাই আমরা সবাই বলছি, তারা যেন ম্যাচের সময় মেসির পোস্টার ও জার্সি পুড়িয়ে প্রতিবাদ জানায়। তাকে বয়কট করারও আহ্বান জানাচ্ছি।’
শেষ পর্যন্ত ইসরায়েলে খেলতে আসবেন না মেসি, এমনটাই বিশ্বাস করেন রাজুব, ‘মেসি, দয়া করে এখানে খেলতে আসবেন না। আমরা সবাই আশা করছি মানবতার খাতিরেই আপনি ইসরায়েলে আসবেন না।’