• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ইসরায়েলে ম্যাচ বাতিল করল আর্জেন্টিনা

    ইসরায়েলে ম্যাচ বাতিল করল আর্জেন্টিনা    

    এই ম্যাচ নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক। লিওনেল মেসি ও আর্জেন্টিনা দল প্রস্তুতি ম্যাচ খেলতে ইসরায়েলের জেরুজালেমে আসবে, সেটা কিছুতেই মানতে পারছিলেন না প্যালেস্টাইনের মানুষরা। দুদিন আগে তো প্যালেস্টাইন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, জেরুজালেমে আসলে পোড়ানো হবে মেসির জার্সি ও পোস্টার! শেষ পর্যন্ত সব বিতর্কের অবসান ঘটিয়ে ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি বাতিল করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। 

    ৯ জুন বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে জেরুজালেমের টেডি স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল মেসিদের। প্যালেস্টাইন ফুটবল ফেডারেশন ম্যাচটি বাতিলের জন্য আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনসহ চিঠি দিয়েছিল ফিফাকেও। বিতর্ক এড়াতে প্রস্তুতি ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। 

    এদিকে আর্জেন্টিনার এই সিদ্ধান্তে তাদের ধন্যবাদ জানিয়েছেন প্যালেস্টাইন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিবরিল রাজুব, ' মেসিকে ধন্যবাদ এমন একটি ম্যাচ খেলতে না আসার জন্য। আজ সত্য, ক্রীড়া ও মানবতার জয় হয়েছে। লাল কার্ড দেখেছে ইসরায়েল।' 

    রাজুবের মতো আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছেন দলের মেসির সতীর্থ গঞ্জালো হিগুয়াইনও, 'অবশেষে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ফুটবলারদের নিরাপত্তার ব্যাপারটি সবার আগে।'