• " />

     

    এই মুহূর্তে জাতীয় দলে আশরাফুলের জায়গা নেই : প্রধান নির্বাচক

    এই মুহূর্তে জাতীয় দলে আশরাফুলের জায়গা নেই : প্রধান নির্বাচক    

    ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা সাবেক বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের জন্য এ মুহুর্তে জাতীয় দলে কোনও জায়গা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। জাতীয় দলের জন্য বিবেচ্য হতে ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে খেলে ফিটনেস প্রমাণ করে তবেই তাকে আসতে বলেও মত মিনহাজুলের। 

    ২০১৩ সালে বিপিএলে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। প্রথমে আট বছরের নিষেধাজ্ঞা পেলেও আপিল ট্রাইবুনালে সেটা কমে হয়েছে পাঁচ বছর। ১৩ আগস্ট এই পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আশরাফুলের। এর আগেই জাতীয় দলে খেলার আশার কথা জানিয়ে তিনি বলেছিলেন, আবার জাতীয় দলে ফিরতে পারলে সেটা হবে তার সবচেয়ে বড় অর্জন। 

    তবে শীঘ্রই হচ্ছে না সেটা। প্রধান নির্বাচক বলছেন, “এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে বলব, এই মুহূর্তে দলে কোনো জায়গা নেই। আমাদের যেই ফিটনেস লেভেল আছে, এইচপি থেকে শুরু করে ‘এ’ দল ও জাতীয় দলের ফিটনেসের (প্রোগ্রাম) সাথে কিন্তু সে যুক্ত না। এই জায়গায় আসতে হলে তাকে কিছু সময় দিতে হবে। এই লেভেলটা যদি থাকে তাহলে চিন্তা করা যাবে। সুতরাং এই মুহূর্তে আমরা চিন্তা ভাবনা করছি না।”

    “সে অনেকদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে নেই। সুতরাং ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে তাকে খেলতে হবে। ওর ফিটনেস আন্তর্জাতিক পর্যায়ের জন্য ঠিক আছে কিনা, সেটা দেখতে হবে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সব ফরম্যাটে খেলুক, তারপর এক বছর যাওয়ার পর বুঝতে পারব তার ফিটনেস কোন পর্যায়ে আছে।”

    অবশ্য গত দুই মৌসুম ধরেই ঘরোয়া ক্রিকেটে খেলছেন তিনি। তবে সামনের ঘরোয়া মৌসুমটা দেখে তবেই আশরাফুলের ব্যাপারে ভাববেন নির্বাচকরা, “ তাকে কোন ফরম্যাটের জন্য আমরা চিন্তা করব সেটা আমাদের দেখতে হবে। আমরা এখন তেমন কোনো চিন্তা করছি না। তারপরও সামনে ঘরোয়া মৌসুমটা আমরা দেখব, তারপর চিন্তা করব।”

    গেল জুলাইয়ে ৩৪ বছর হয়ে গেছে টেস্টে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়া আশরাফুলের। তবে বয়স আশরাফুলের ক্ষেত্রে বাধা হবে না বলে জানিয়েছেন মিনহাজুল, “বয়স কোন বিষয় না। আপনার যদি ফিটনেস আন্তর্জাতিক ক্রিকেটের মানের হয় তাহলে যে কোনো ক্রিকেটারই আসতে পারে। যেহেতু অনেক বয়স হয়ে গেছে আর বয়সের ব্যাপার আছে। তারপরও আমি বলব সে আমাদের দেশের জন্য অনেক ভালো ক্রিকেট খেলেছে। তার তো অবশ্যই সামর্থ্য আছে। তবে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না।”

    আশরাফুলের জায়গায় অন্য ক্রিকেটার স্থায়ী হয়ে গেছে জানিয়ে মিনহাজুল বলেছেন, ‘বিশেষ পারফরম্যান্স’ করলেই জাতীয় দলের দরজাটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে তার। আর ফিটনেসের ব্যাপার তো আছেই!