• ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর ২০১৮
  • " />

     

    ইসিবির টেস্ট চুক্তিতে রশিদ-কারান

    ইসিবির টেস্ট চুক্তিতে রশিদ-কারান    

     

    বছরের শুরুতে ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি খেলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। প্রায় দুই বছর পর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট খেলতে নামা আদিল রশিদের সামনে ছিল অনেক চ্যালেঞ্জ। এবার কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন এই ইংলিশ স্পিনার, টেস্টে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তার সাথে চুক্তিতে স্থান পেয়েছেন স্যাম কারান ও জস বাটলারও।

    ২০১৬ সালের পর টেস্ট ক্রিকেট আর খেলা হয়নি রশিদের। টেস্টে ফেরা নিয়ে অনেক আলোচনা হয়েছিল ভারতের বিপক্ষে সিরিজের আগে। ভারতের বিপক্ষে ফিরেই অবশ্য বাজিমাত করেছে। ৪-১ এ সিরিজ জেতা ইংল্যান্ডের হয়ে নিয়েছে ১০ উইকেট। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজেও দলের সাথে থাকবেন। ভারতের বিপক্ষে সিরিজের পুরস্কার হিসেবেই টেস্টে তার সাথে চুক্তি করছে ইসিবি। প্রাথমিকভাবে এই চুক্তির মেয়াদ এক বছর।

    রশিদের সাথে চুক্তিতে যোগ হয়েছে তরুণ অলরাউন্ডার স্যাম কারান। ভারতের বিপক্ষে তার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এছাড়া উইকেটরক্ষক বাটলারকেও চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।