• ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর ২০১৮
  • " />

     

    ক্রিকেটকে দর্শকের কাছে 'বিশ্বাসযোগ্য' করার তাগাদা মঈনের

    ক্রিকেটকে দর্শকের কাছে 'বিশ্বাসযোগ্য' করার তাগাদা মঈনের    

    ‘ম্যাচটা কি পাতানো?’ টিভির সামনে কিংবা স্টেডিয়ামে বসে দর্শকের মনে এই প্রশ্নটা এখন একটু বেশিই উঠছে। গত কয়েক বছরে ম্যাচ পাতানোর ঘটনা বেড়ে যাওয়ায় দর্শকের মনে হরহামেশাই জাগে সন্দেহ। ইংলিশ অলরাউন্ডার মঈন আলি বলছেন, দর্শকের কাছে তাদের খেলাটাকে ‘বিশ্বাসযোগ্য’ করে তোলাটাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।

    আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পাতানোর ঘটনা নতুন নয়। তবে আধুনিক যুগে স্পট ফিক্সিংয়ের কারণে এটা বাড়ছে আশংকাজনক হারে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও জুয়াড়িদের নজর পড়ছে অনেক বেশি। গত কয়েক বছরে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন অনেকেই। আল জাজিরার সেই গোপন ভিডিওতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দেশের ম্যাচেও ফিক্সিংয়ের অভিযোগ পাওয়া গেছে।

    মঈনের ভয়, দর্শক এখন ক্রিকেট ম্যাচকে সবসময় সন্দেহের চোখেই দেখবে, ‘আমরা খেলাটাকে অনেক ভালোবাসি। সবাই এটাকে সন্দেহের চোখে দেখছে, ব্যাপারটা উদ্বেগের। আমরা তো খেলে গেলাম, কিন্তু দর্শক যদি এটাকে পাতানোই ভাবে তাহলে আমাদের খেলাটাই বিফলে গেলো! ‘ম্যাচটা কি টাকা দিয়ে পাতানো হয়েছে? কেনো এই ব্যাটসম্যান ও বোলার ভালো খেলছে না, নিশ্চয়ই পাতানো ম্যাচ’, এই ধরনের কিছু আসলে কেউই শুনতে চায় না।’

    ভবিষ্যৎ প্রজন্মকে ক্রিকেট খেলার জন্য উৎসাহিত করতে ম্যাচ পাতানোর ব্যাপারে আইসিসির আর কঠোর হওয়া উচিত, বলছেন মঈন, ‘তরুণরা যদি খেলাটা নিয়ে সন্দেহ করে, তাহলে তারা কীভাবে ক্রিকেটের সাথে যুক্ত হবে? ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেই ম্যাচ পাতানোর ব্যাপারে কঠোর হওয়া উচিত আইসিসি ও সব বোর্ডেরই।’