রশিদ-কারানের পর রয়-মরগানে এগিয়ে গেল ইংল্যান্ড

মরগান করেছেন ফিফটি/ক্রিকইনফো
তৃতীয় ওয়ানডে, পাল্লেকেলে
শ্রীলঙ্কা ১৫০/৯, ২১ (২১) ওভার (ডিকওয়েলা ৩৬, সামারাবিক্রমা ৩৫, রশিদ ৪/৩৬, কারান ৩/১৭)
ইংল্যান্ড ১৫৩/৩, ১৮.৩ (২১) ওভার (মরগান ৫৮*, রয় ৪১, স্টোকস ৩৫*, অ্যাপোনসো ২/২৭, দনঞ্জয়া ১/৩৩)
ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
পাল্লেকেলেতে দীর্ঘ একটা দিন! শেষ পর্যন্ত যখন খেলা শুরু হতে পারলো, ওয়ানডে ম্যাচ রুপ নিল টি-টোয়েন্টিতে (প্রায়)। শ্রীলঙ্কান ওপেনাররা শুরু করলেন সেভাবেই, তবে তাদেরকে আটকে দিলেন আদিল রশিদ। সঙ্গে বেশ কয়েকটা পেস অপশন থেকে বেছে নেওয়া টম কারান দলে জায়গার দাবিটা জানানোর সুযোগ পেলেন। রান-তাড়ায় জ্যাসন রয়ের ঝড়ো শুরুর পর অধিনায়ক এওইন মরগানের ফিফটি ও বেন স্টোকসের সঙ্গে তার জুটিতে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ২-০তে এগিয়ে গেছে ইংল্যান্ড।
ক্রিস ওকস আগের ম্যাচের মতোই শুরু করেছিলেন বোলিংয়ে, তবে শীঘ্রই আক্রমণাত্মক মুডে চলে গেছেন শ্রীলঙ্কান দুই ওপেনার- নিরোশান ডিকওয়েলা ও সাদিরা সামারাবিক্রমা। চার ওভারের প্রথম পাওয়ারপ্লেতে তারা তুলেছেন ৪৫ রান। ৫.৩ ওভারে ৫৭ রান ওঠার পর ইংল্যান্ডকে ব্রেকথ্রু এনে দিয়েছেন কারান, ডিকভেলা মিসটাইমিংয়ে দিয়েছেন ক্যাচ। শীঘ্রই কুশাল মেন্ডিসকে গুগলি-পাঠ দিয়ে বোল্ড করেছেন রশিদ। দুই রানের ব্যবধানে দুই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।
সামারাবিক্রমা-চান্ডিমালের জুটিতে উঠেছে ৩৫ রান, একই রানে ফিরেছেন দুজন। রশিদের লোপ্পা ফুলটসে ক্যাচ দিয়েছেন সামারাবিক্রমা, কারানকে স্কুপ করতে গিয়ে সর্বনাশ ডেকে এনেছেন চান্ডিমাল। শ্রীলঙ্কার তখন দ্রুত রান তোলার তাড়া, তবে সেখানে সাড়া দিতে পারেননি থিসারা পেরেরা বা ধনঞ্জয়া ডি সিলভা। দাশুন শনাকার ১০ বলে ২১ রানের ইনিংসে ১৫০ ছুঁয়েছে শ্রীলঙ্কা।
ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপের গভীরতাকে এই স্কোর নিয়ে চ্যালেঞ্জ জানাতে দ্রুত ও নিয়মিত উইকেটের বিকল্প ছিল না শ্রীলঙ্কার। ৩৪ রানের মাঝে জনি বেইরস্টো ও জো রুটকে আউট করে সে দাবি মিটিয়েছিলেন আমিলা অ্যাপোনসো। তবে রয় ছিলেন অন্য ভঙ্গিমায়। শ্রীলঙ্কান পেসের ওপর চড়াও হওয়ার পর কান পাতেননি স্পিনেও।
২৬ বলে ৪১ রান করে দনঞ্জয়াকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন রয়, রিভিউ নিয়েছিল শ্রীলঙ্কা। তবে ততক্ষণে ৯ ওভারে ৮০ রান তুলে দারুণ ভিতটা পেয়ে গেছে ইংল্যান্ড।
সে ভিতে দাঁড়িয়েই ম্যাচটা শেষ করে আসলেন এওইন মরগান। লেংথ আগেভাগে বুঝে খেললেন দারুণ সব শট, সমালোচনার জবাব দিলেন যেন। বেন স্টোকস তাকে সঙ্গ দিলেন দারুণ। ৪৯ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন মরগান, স্টোকস ৩৫ রান করতে খেলেছেন ২৪ বল। ১৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেছে ইংল্যান্ড।
সিরিজে ফিরতে হলে শুধু ওপেনিংয়ে ঝড়ো শুরু নয়, শ্রীলঙ্কাকে পরের ম্যাচে করতে হবে আরও দারুণ কিছু। অবশ্য এতো যদি-কিন্তুর ভীড়ে একটি শর্ত সবসময়ই বিদ্যমান- বৃষ্টি বাধা পেরিয়ে আগে মাঠে গড়াতে হবে খেলা!