• ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর ২০১৮
  • " />

     

    এক বছর পর টি-টোয়েন্টি দলে মালিঙ্গা

    এক বছর পর টি-টোয়েন্টি দলে মালিঙ্গা    

     

    এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করার সুবাদে টি-টোয়েন্টি দলে ফিরলেন লাসিথ মালিঙ্গা। ইংলিশদের সাথে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন তিনি। মালিঙ্গা ফিরলেও বাদ পড়েছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

    এশিয়া কাপে বহুদিন পর ওয়ানডে দলে ফিরেই দারুণ বোলিং করেছিলেন মালিঙ্গা, বাংলাদেশের বিপক্ষে নিয়েছলেন চার উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে এই ভালো পারফরম্যান্সের সুবাদে দলে ঢোকেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেছেন মালিঙ্গা।

    আগামী বিশ্বকাপকে সামনে রেখে শেষবারের মতো চেষ্টা করতে চান, এমনটাই জানিয়েছিলেন মালিঙ্গা। একমাত্র টি-টোয়েন্টিতে ডাক পেয়ে আরেকবার নিজেকে প্রমাণের সুযোগ পেলেন।

    এদিকে মালিঙ্গার ফেরার ম্যাচে বাদ পড়েছেন ম্যাথিউস। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলেও নেই তিনি। ফিটনেস না থাকার অভিযোগে তাকে দলে নেওয়া হয়নি। ওয়ানদের মতো টি-টোয়েন্টিতেও বাদ পড়েছেন ম্যাথিউস। ১৫ জনের ঘোষিত দলের অধিনায়ক করা হয়েছে থিসারা পেরেরাকে।

    ২৭ অক্টোবর কলম্বোতে হবে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।