• ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর ২০১৮
  • " />

     

    নয় বছর পর ফিরে ইংল্যান্ডকে জেতালেন ডেনলি

    নয় বছর পর ফিরে ইংল্যান্ডকে জেতালেন ডেনলি    

    স্কোর

    ইংল্যান্ড ২০ ওভারে ১৮৭/৮ (রয় ৬৯, আপনসো ২/২৯)

    শ্রীলংকা ১৫৭ (পেরেরা ৫৭, ডেনলি ৪/১৯)

    ইংল্যান্ড ৩০ রানে জয়ী

     

    দিনের হিসেবে ৩১৭২, ম্যাচের হিসেবে সেটা ৩৮৪। প্রায় নয় বছর আগে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে আবার কখনো খেলতে পারবেন, সেটা হয়ত ভাবেননি জো ডেনলি। এতো বছর পর মাঠে নেমেই দলকে এনে দিলেন দারুণ এক জয়। ডেনলির অলরাউন্ড পারফরম্যান্সেই সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ৩০ রানে হারিয়েছে এউইন মরগানের দল।

    মূলত ওপেনার হলেও ডেনলি কাল ব্যাট করেছেন সাত নম্বরে। তার ক্রিজে নামার আগেই টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে ভালো সূচনা এনে দিয়েছেন ওপেনার জেসন রয়। চারটি ৪ ও ছয় ছক্কায় ৩৬ বলেই রয় করেন ৬৯ রান। সানদাকানের বলে যখন রয় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন, ১০ ওভারেই উঠে গেছে ১০০ রান।

    ব্যাটিংয়ে নেমে ডেনলি খেলেছেন ১৭ বল। তিনটি চার মেরে করেছেন ২০ রান। ইনিংসটা বড় হতে পারত আরও, মালিঙ্গার বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিলে সেটা আর হয়নি। শেষ পর্যন্ত ইংল্যান্ডের স্কোর দাড়ায় ১৮৭ রান।

    ব্যাট হাতে খুব বেশি কিছু না করতে পারলেও বোলিং দিয়েই নিজের জাত চিনিয়েছেন ডেনলি। ওপেনিংয়ে ব্যাটিং না পেলেও বল হাতে ওপেন করেছেন এই লেগ স্পিনার। প্রথম ওভারেই পান উইকেট, শেষ বলে মেন্ডিসকে ফেরান তিনি। নিজের দ্বিতীয় ওভারে ফেরান নিরোশান ডিকভেলাকে। দীনেশ চান্ডীমাল ও কামিন্দু মেন্ডিস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। আদিল রশিদ তাদের দুজনকেই ফিরিয়েছেন বড় ইনিংস খেলার আগেই। থিসারা পেরেরার ৩১ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে।

    শেষ ওভারে বল করতে এসে আরও দুই উইকেট নেন ডেনলি। চার ওভার বল করে ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি, হয়েছেন ম্যাচসেরাও। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিনটা তাই স্মরণীয় করে রাখলেন ডেনলি।