• কোপা দেল রে
  • " />

     

    জয় দিয়েই শুরু সোলারির রিয়ালের

    জয় দিয়েই শুরু সোলারির রিয়ালের    

     

    হুলেন লোপেতেগির বিদায়ের পর তার কাঁধেই এসেছে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব। দুই সপ্তাহের জন্য রিয়ালের কোচ হওয়া সান্তিয়াগো সোলারির শুরুটা হলো জয় দিয়েই। কোপা ডেল রের রাউন্ড অফ ৩২ এর প্রথম লেগে তৃতীয় বিভাগের দল মেলিলার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে সোলারির রিয়াল।

    পুঁচকে মেলিলার বিপক্ষে বড় জয়ের প্রত্যাশা নিয়েই তাদের মাঠে খেলতে গিয়েছিল রিয়াল। তবুও গত কয়েক দিন ধরে চলা টানাপোড়নের অস্বস্তিটা যেন সহজে কাটছিল না। সোলারি বিশ্রাম দিয়েছিলেন গ্যারেথ বেল, টনি ক্রুস ও লুকা মদ্রিচকে, একাদশে ছিলেন সার্জিও রামোস ও করিম বেনজেমারা। ২৮ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন গত কয়েক ম্যাচে গোলখরায় থাকা বেনজেমা। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক অ্যাসিস্টে বল জালে জড়ান তিনি।

    দ্বিতীয়ার্ধে গোলের বেশ কিছু সুযোগ নষ্ট করেছেন রিয়াল ফরোয়ার্ডরা। ৭৯ মিনিটে গোল পেতে পারতেন ভিনিসিয়াস, তার শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরে আসা সেই বল নিয়ন্ত্রণে নিয়ে অবশ্য গোল করেছেন আলভারো অদ্রিওজোলা।

    যোগ করা সময়ে চতুর্থ গোল করেন বদলি হিসেবে নামা ক্রিস্টো গঞ্জালেজ। ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। বার্নাব্যুতে দ্বিতীয় লেগ হবে ৫ ডিসেম্বর।

    রিয়ালের বড় জয়ের রাতে জিতেছে বার্সেলোনাও। তবে তৃতীয় বিভাগের দল কালচারাল লিওনেসার বিপক্ষে জয়টা এত সহজে আসেনি। দ্বিতীয় সারির দল নিয়ে নামা বার্সা পুরো ম্যাচে গোলের জন্য মরিয়া থাকলেও গোল আসছিল না। অবশেষে ৯১ মিনিটে গোল করে বার্সাকে স্বস্তির জয় এনে দেন ৬১ মিনিটে বদলি হিসেবে নামা ক্লেমেন্ট লেংলেট। ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগ হবে ৫ ডিসেম্বর।