• পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ
  • " />

     

    স্ক্যানে সব ঠিকঠাক ইমাম-উল-হকের

    স্ক্যানে সব ঠিকঠাক ইমাম-উল-হকের    

    বাউন্সারে হেলমেট আঘাত পাওয়ার পর পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল পাকিস্তান ব্যাটসম্যান ইমাম-উল-হককে। সেখানে স্ক্যানের পর খারাপ কিছু ধরা পড়েনি তার, দলের সঙ্গে পরে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছে পিসিবি।

    আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের ১৩তম ওভারের প্রথম বলে লকি ফার্গুসনের বলে হেলমেটের গ্রিলে আঘাত পেয়েছেন ইমাম। তীক্ষ্ণ বাউন্সারে পুল করতে গিয়েছিলেন, মিস করেছেন সেটা। 

     

     

    আঘাতের পরই নুয়ে পড়ে হেলমেট খোলার চেষ্টা করছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান, হেলমেট খুলে শুয়ে পড়েছেন। ফিজিও আসার পর অবশ্য উঠে দাঁড়িয়েছিলেন, কিছুক্ষণ কথাও বলেছেন। খেলা চালিয়ে যাবেন, মনে হচ্ছিল এমনটিও। তবে খানিক বাদেই ভারসাম্য হারিয়ে ফেলার মতো অবস্থা হয়েছিল তার, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও ফিজিও মিলে ধরে রেখেছিলেন তাকে। আম্পায়ার সঙ্গে সঙ্গেই ডেকেছেন বাড়তি মেডিকেল স্টাফকে। ফিজিওর সঙ্গে এরপর বেরিয়ে গেছেন তিনি, ১৬ রানে আহত-অবসর নিয়ে। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।