• পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ
  • " />

     

    পাকিস্তানে পিএসএল খেলতে যাবেন না স্মিথ-ডি ভিলিয়ার্স

    পাকিস্তানে পিএসএল খেলতে যাবেন না স্মিথ-ডি ভিলিয়ার্স    

     

    প্রায় ১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসনে আছে পাকিস্তান। গত কয়েক বছরে অবশ্য পিএসএলের কিছু ম্যাচসহ বিশ্ব একাদশের ম্যাচ হয়েছে পাকিস্তানে। সেখানেও খেলতে যাওয়ার ব্যাপারে আপত্তি ছিল অনেক ক্রিকেটারেরই। এবার বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ থাকা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স জানিয়ে দিয়েছেন, তারা পিএসএলের ম্যাচ খেলতে পাকিস্তানে যাবেন না।

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে বাধা নেই স্মিথের। প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাচ্ছেন তিনি। তবে পিএসএলের শুধু আরব আমিরাত পর্বেই খেলতে চান স্মিথ, পিএসএলের এক কর্মকর্তা জানিয়েছেন এমনটাই, ‘স্মিথসহ তিনজন আমাদের জানিয়েছেন, তারা শুধু আরব আমিরাতেই খেলবেন। পাকিস্তানে যে কয়টি ম্যাচ হবে সেখানে তারা যেতে ইচ্ছুক নন।’

    শুধু স্মিথ নন, পাকিস্তানে খেলতে যেতে ইচ্ছুক নন প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাওয়া ডি ভিলিয়ার্সও। স্মিথ, ডি ভিলিয়ার্স ছাড়া আর কোন বিদেশি ক্রিকেটার পাকিস্তানের খেলবে না, সেটা জানাননি পিএসএলের ওই কর্মকর্তা।

    পাকিস্তানে ক্রিকেট ফেরাতে বেশ কিছু পিএসএলের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল পিসিবিই। তবে তারাই এখন বলছে, বিদেশি ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে আসার ব্যাপারে দায়িত্বটা ফ্র্যাঞ্চাইজিদেরই নিতে হবে। পিএসএলের এক ফ্র্যাঞ্চাইজি প্রধান জানিয়েছেন, তারা সর্বাত্মক চেষ্টা করবেন সবাই যেন পাকিস্তানে খেলতে আসে, ‘সবাই যেন পাকিস্তানে যায়, এই ব্যাপারে আমাদেরকেই পদক্ষেপ নিতে হবে। আশা করছি আমাদের কথায় রাজি হয়ে সবাই সেখানে যাবেন।’

    আগামী ২০ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে হবে পিএসএলের আগামী মৌসুমের প্লেয়ার্স ড্রাফট।