• পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ
  • " />

     

    দুবাইতেও ম্যাচ পরিত্যক্ত হয়!

    দুবাইতেও ম্যাচ পরিত্যক্ত হয়!    

     

    দুবাইতে বৃষ্টি হচ্ছে। কথাটা শুনে অবাক হওয়াই স্বাভাবিক। আর সেই বৃষ্টির কারণে যদি ক্রিকেট ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে তো চোখ কপালে উঠবেই! ঠিক এরকমটাই হলো গতকাল। পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় ১-১ ব্যবধানের সমতা নিয়েই শেষ হলো সিরিজ। ৩৪ বছরের মাঝে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার দুবাইতে পরিত্যক্ত হলো কোনো ম্যাচ!

    ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশাটা একটু বেশি হতে পারে পাকিস্তানেরই। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ফখর জামান, বাবর আজম ও হারিস সোহেলের দারুণ ব্যাটিংয়ে ২৭৯ রানের স্কোর দাঁড় করা সরফরাজ আহমেদের দল। ফখর করেন ৬৫ রান, সোহেলের রান ৬০। ৯২ রান করে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন বাবর।

    বোলিংয়ে নেমে প্রথম ওভারেই কলিন মানরোকে ফিরিয়েছিলেন শাহিন আফ্রিদি। কিউইদের রান যখন ৩৫, তখনই নামে বৃষ্টি। মাঝে একবার বৃষ্টি থামলে নতুন করে লক্ষ্য বেধে দেওয়া হয় নিউজিল্যান্ডকে। তবে সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নামার আগেই মুশলধারে আবারো বৃষ্টি নামে। শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।