• পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ
  • " />

     

    এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে হার: আর্থার

    এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে হার: আর্থার    

     

    এই ম্যাচ এমনভাবে হারবে পাকিস্তান, সেটা হয়ত দুঃস্বপ্নেও ভাবেননি তিনি। রোমাঞ্চকর এক শেষে নিউজিল্যান্ডের কাছে ৪ রানে হেরেছে পাকিস্তান। এমন হারের পর পাকিস্তান কোচ মিকি আর্থার বলছেন, এটা তাঁর কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে হার।

    লক্ষ্য ছিল মাত্র ১৭৬। তৃতীয় দিনশেষে ৩ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে জয়ের অনেক কাছে চলে গিয়েছিল পাকিস্তান। চতুর্থ উইকেটে আযহার আলি ও আসাদ শফিকের ৮২ রানের জুটি সহজ জয়ের আভাস দিচ্ছিল। কিন্তু চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেই সব এলোমেলো করে ফেলল তাঁরা। মাত্র ৪১ রানেই শেষ ৭ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় সরফরাজ আহমেদরা। হারের পর কিছু একটা ছুড়ে মেরে নিজের হতাশার বহিঃপ্রকাশও ঘটিয়েছিলেন কোচ আর্থার। 

    আর্থার জানালেন, এরকম হার কিছুতেই মানতে পারছেন না তিনি, ‘হয়ত এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে হার। আমি ও দলের সবাই খুব বেশি কষ্ট পেয়েছি এই হারে। জয়ের এত কাছে গিয়ে এভাবে হারাটা মেনে নেওয়া যায় না।’

    আর্থারের অধীনে ২৩ টেস্টের ১৩টি হেরেছে পাকিস্তান। হারলেও দলের সবাই নিজেদের সবটুকু দিয়েছে বলেই বিশ্বাস তাঁর, ‘সবাই নিজেদের সেরাটা দিয়েছে। সমস্যাটা হয়েছে একটা জায়গাতে গিয়েই। চাপের মুখে ভেঙে পড়েছে সবাই। ভুল শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছে ব্যাটসম্যানরা। এই ভুল থেকে শিখতে হবে। গত বছর শ্রীলংকার বিপক্ষেও একইভাবে হেরেছিলাম। আমরা চতুর্থ ইনিংসের জন্য অনেক বেশি কাজ বাকি রেখে দেই। প্রথম থেকেই আমাদের কাজ এগিয়ে রাখতে হবে।’

    সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফেরার ব্যাপারে আশাবাদী, ‘হাল ছাড়লে তো চলবে না। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। সেখানে জিতেই সিরিজে ফিরতে চাই। প্রথম টেস্টের ভুল আর করা যাবে না।’

    আগামী ২৪ নভেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান।