• পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ
  • " />

     

    আবুধাবিতে 'ক্ল্যাসিক-দিন' এর পর এগিয়ে পাকিস্তান

    আবুধাবিতে 'ক্ল্যাসিক-দিন' এর পর এগিয়ে পাকিস্তান    

    প্রথম দিন, স্টাম্পস
    নিউজিল্যান্ড ১ম ইনিংস* ২২৯/৭ (উইলিয়ামসন ৮৯, রাভাল ৪৫, ওয়াটলিং ৪২*, ইয়াসির ৩/৬২, আসিফ ২/৫৭)


    আবুধাবিতে টেস্ট ক্রিকেট দেখেছে ‘ক্ল্যাসিক-দিন’।

    উইকেটে প্রথমদিনই মিলেছে বড় বড় টার্নের দেখা। ইয়াসির শাহ আরেকবার হুমকি দিয়েছেন নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার। কেন উইলিয়ামসন খেলেছেন ৮৯ রানের দারুণ ইনিংস। আর নিউজিল্যান্ডকে এখনও শেষ হয়ে যেতে দেননি বিজে ওয়াটলিং, ১৮০ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের রোমাঞ্চকর এক দিন গেছে সিরিজ নির্ধারণী ম্যাচের প্রথম দিনে, নিউজিল্যান্ডের প্রাচীনপন্থী ব্যাটিংয়ের সঙ্গে পাকিস্তান বোলারদের লড়াইয়ে।

    সকালের সেশনে শুধু টম ল্যাথামের উইকেট হারিয়ে কাটিয়ে প্রায় দিয়েছিল নিউজিল্যান্ড, টসে জিতে ব্যাটিং নেওয়ার পর। শাহিন শাহ আফ্রিদির প্রথম টেস্ট উইকেতে পরিণত হয়েছেন ল্যাথাম, পাকিস্তান যে উইকেট পেয়েছে রিভিউ নিয়ে। জিট রাভাল ও কেন উইলিয়ামসনে নিউজিল্যান্ডকে নিরাপদেই নিয়ে যাচ্ছিলেন লাঞ্চের দিকে, হাজির হলেন ইয়াসির, ২ রানের ব্যবধানে নেই ৩ ব্যাটসম্যান। টার্ন করে ঢোকা বলে প্রথমে এলবিডব্লিউ ৪৫ রান করা জিট রাভাল। প্রথম বলে লং-হপে ব্যাকফুটে গিয়ে বোল্ড রস টেইলর, সুইপ করতে গিয়ে একই পরিণতি হেনরি নিকোলসেরও। ৭০ রানে ১ উইকেট থেকে ৭৩ রানে ৪ উইকেট নিয়ে লাঞ্চে গিয়েছিল নিউজিল্যান্ড। 

    পরের সেশনে উইকেট হারায়নি আর কিউইরা, ৩২ ওভারে ৭২ রান তুলেছেন উইলিয়ামসন ও ওয়াটলিং। দুজনের শতরানের জুটি ভেঙেছেন হাসান আলি, তার রিভার্স সুইংয়ে পরাস্ত উইলিয়ামসন। ফ্লিক করতে গিয়েছিলেন, তবে ধরা পড়েছেন মিডউইকেটে আসাদ শফিকের কাছে। ১৭৬ বলে ৭ চারে ৮৯ রান করেছেন উইলিয়ামসন। 

    কলিন ডি গ্র্যান্ডহোম শুরুটা করেছিলেন আক্রমণাত্মক, রিভিউ নিয়ে এলবিডব্লিউ থেকে বাঁচার পরের বলেই আউট হয়েছেন অবশ্য। বিলাল আসিফের টার্ন করে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে স্লিপে দিয়েছেন ক্যাচ, ২২ বলে ২০ রান করে। টিম সাউদি স্বস্তিতে ছিলেন না, আসিফকে স্লগ করতে গিয়ে টপ-এজড হয়ে নিজেকে মুক্তি দিয়েছেন তিনি। 

    ২০৯ রানের মাথায় ৭ উইকেট হারানো নিউজিল্যান্ডকে তখন চোখ রাঙাচ্ছিল আরেকটি ধস। আপাতত অভিষিক্ত উইলিয়াম সমারভিলকে নিয়ে সেটা সামাল দিয়েছেন ওয়াটলিং। দ্বিতীয় নতুন বল নিয়েও আর উইকেট পায়নি পাকিস্তান, দ্রুততম ২০০ উইকেটের রেকর্ড গড়তে ইয়াসিরের ২ উইকেটের অপেক্ষাও বেড়েছে তাই। এর আগে তারা হারিয়ে বসেছে দুইটি রিভিউও। আবুধাবির এমন টার্নিং উইকেটে যেটা ভোগাতে পারে পরে তাদের। নিউজিল্যান্ড সেখানে এগিয়ে, অক্ষত তাদের দুইটি রিভিউই। 

    সেখানে এগিয়ে থাকলেও অবশ্য দিনশেষে পাকিস্তানের চেয়ে এগিয়ে যাওয়া হয়নি তাদের।