• কোপা দেল রে
  • " />

     

    সেভিয়ার কাছে হারল মেসিহীন বার্সা

    সেভিয়ার কাছে হারল মেসিহীন বার্সা    

    এই বার্সেলোনার কাছে হেরেই ২০১৬ ও ২০১৮ সালের কোপা ডেল রের শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। এবার কোয়ার্টার ফাইনালেই বার্সার সাথে দেখা হয়ে গেলো সেভিয়ার। ঘরের মাঠে কোয়ার্টারের প্রথম লেগে বার্সাকে ২-০ গোলে হারিয়ে সেই দুই হারের মধুর প্রতিশোধই নিল সেভিয়া। দ্বিতীয় লেগে ড্র করতে পারলেই টুর্নামেন্টে টানা চার মৌসুমে কাতালানদের আধিপত্যের সমাপ্তি ঘটাবে তাঁরা।

     

     

    লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও ফিলিপ কৌতিনহোকে ছাড়াই নেমেছিল বার্সেলোনা। মেসি-সুয়ারেজ-কৌতিনহোকে ছাড়া বার্সার আক্রমণভাগ খুব বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেনি কখনোই। ৩৫ মিনিটে কেভিন বোয়াটেংয়ের পাসে বল পেয়েছিলেন আর্তুরো ভিদাল, তাঁর ডান পায়ের দারুণ শটটি পোস্ট ঘেঁষে চলে যায়। বিরতির ঠিক আগে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল সেভিয়ার সামনে। ৪৪ মিনিটে উইসাম বিন ইয়েদেরের শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক জ্যাসপার কিলেসেন।

    দ্বিতীয়ার্ধের শুরু থেকে বার্সাকে চেপে ধরে সেভিয়া। একের পর এক আক্রমণে পিকে-সেমেডোরা দম ফেলবার সময় পাননি। ৫৮ মিনিটে সেভিয়াকে এগিয়ে দেন পাবলো সারাবিয়া। কুইন্সি প্রোমেসের পাসে বক্সের ভেতর বল পেয়েছিলেন সারাবিয়া। তাঁর ডান পায়ের শট সহজেই পরাস্ত করে কিলেসেনকে। পিছিয়ে পড়েই সুয়ারেজ-কৌতিনহোকে মাঠে নামান এরনেস্তো ভালভার্দে। তাতেও খুব একটা সুবিধা করতে পারেননি তাঁরা।

    ৭৬ মিনিটে লিড দ্বিগুণ করেন ইয়েদের। দারুণ এক পাল্টা আক্রমণ থেকে ডান পায়ের শট বল জালে জড়িয়ে সেভিয়াকে উল্লাসে ভাসান তিনি। গোলটি উৎসর্গ করেছেন কার্ডিফ সিটিতে যোগ দিতে যাওয়ার সময় নিখোঁজ হওয়া বিমানে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালাকে।

    দুই গোল হজম করে মরিয়া হয়ে ওঠে বার্সা। কিন্তু সেভিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেননি কেউই। ৭৮ মিনিটে সেমেডোর পাসে পাওয়া বলে ইভান রাকিতিচের শট ঠেকিয়ে দেন সেভিয়া কিপার। ৯৩ মিনিটে প্রোমেসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে হারের ব্যবধানটা আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই প্রথম লেগ শেষ করে সেভিয়া।

    আগামী ৩১ জানুয়ারি ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। মেসি হয়ত সেদিন প্রথম একাদশেই খেলবেন। লেগানেসের বিপক্ষে শেষ ষোলর প্রথম লেগে হারের পর দ্বিতীয় লেগে তাঁর জাদুতেই জিতেছিল বার্সা। এবারও কি দলকে বাঁচাতে পারবেন মেসি?