• ভারত-নিউজিল্যান্ড সিরিজ
  • " />

     

    সহজ জয়ে সিরিজ ভারতের

    সহজ জয়ে সিরিজ ভারতের    

    স্কোর

    নিউজিল্যান্ড ৪৯ ওভারে ২৪৩ ( টেলর ৯৩, লাথাম ৫১; শামি ৩/৪১, পান্ডিয়া ২/৪৫, ভুবনেশ্বর ২/৪৬)

    ভারত ৪৩ ওভারে ২৪৫/৩ ( রোহিত ৬২, কোহলি ৬০, রাইডু ৪০*, কার্তিক ৩৮*; বোল্ট ২/৪০, স্যান্টনার ১/৪৫)

    ভারত ৭ উইকেটে জয়ী

     

     

     

    আগের দুই ম্যাচে ভারতের স্পিনারদের কাছেই নাকানি চুবানি খেয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। প্রথম দুই ম্যাচে আট উইকেট পাওয়া কুলদীপ যাদব আজ একটিও উইকেট পাননি। কিন্তু আজ জ্বলে উঠেছিলেন ভারতের পেসাররাই। বোলারদের এগিয়ে রাখা কাজটা শেষ করেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতল ভারত।

    ২৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটি ভারতকে উড়ন্ত সূচনাই এনে দিয়েছে। শিখর ধাওয়ান ছিলে বেশ আক্রমণাত্মক মুডে। তার ২৮ রানের মাঝে ২৪ রানই এসেছে বাউন্ডারি থেকে। ট্রেন্ট বোল্টের বলে স্লিপে রস টেলরের হাতে সহজ ক্যাচ দিয়েই ফিরেছেন ধাওয়ান।

    এরপর রোহিত-কোহলি জুটিই ভারতের সহজ জয়ের ভিত গড়ে দিয়েছে। দ্বিতীয় উইকেটে দুইজন যোগ করেছেন ১১৩ রান। একটা সময় দুইজনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, এই জুটিই হয়ত ম্যাচ শেষ করে দেবে। বেশি মারমুখী হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন রোহিত। মিচলে স্যান্টনারকে ক্রিজ ছেড়ে মারতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে ফেরেন রোহিত। ফেরার আগে তিন চার ও দুই ছয়ে করেছেন ৬২ রান।

    দুই ওভার পর ফেরেন কোহলিও। কভারে দাঁড়ানো হেনরি নিকোলস লাফিয়ে উঠে দারুণ এক ক্যাচ ধরলে ৬০ রানেই ফিরতে হয় কোহলিকে। কোহলি ফেরার সময় ভারতের দরকার ছিল আরো ৭৭ রান। চতুর্থ উইকেটে জুটি গড়ে আমবাতি রাইডু ও দীনেশ কার্তিক আর বিপদ হতে দেননি। ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন সাত ওভার বাকি থাকতেই। ২০০৯ সালের পর আবার নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল ভারত।

    দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের শুরুটা একদমই ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই মোহাম্মদ শামির বলে স্লিপে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কলিন মানরো। চার ওভার পর আরেক ওপেনার মার্টিন গাপটিলকে ফেরান ভুবনেশ্বর কুমার। কেন উইলিয়ামসনও খুব বেশি করতে পারেননি, ২৮ রানে মিড উইকেটে দাঁড়ানো হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

    প্রাথমিক ধাক্কা কাটিয়ে টেলর ও টম লাথামের জুটিতে ঘুরে দাড়ায় কিউইরা। দুজনে ব্যাট করেছেন প্রায় ২৪ ওভার। দুজনেই করেছেন ফিফটি। হাফ সেঞ্চুরি করার পরপরই ফেরেন লাথাম। ১১৯ রানের জুটি ভেঙে ভারতকে স্বস্তি এনে দেন জুভেন্দ্র চাহাল। চাহালের বলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন লাথাম, ফেরার আগে করেছেন ৫১ রান।

    যতক্ষণ টেলর-লাথাম জুটি ছিল, বড় স্কোরের দিকেই এগুচ্ছিল নিউজিল্যান্ড। লাথাম ফেরার পরেই শুরু হয় আসা-যাওয়ার মিছিল। এসবের মাঝেই সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছে টেলর। সেঞ্চুরি থেকে মাত্র সাত রান দূরে থাকতে শামির বলে দিনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে হতাশ হয়ে ফিরতে হয় টেলরকে। নিউজিল্যান্ডের শেষ ছয় উইকেট পড়েছে মাত্র ৬৫ রানের ব্যবধানে। শেষ পর্যন্ত ২৪৩ রানে থামে কিউইদের ইনিংস।