• ভারত-নিউজিল্যান্ড সিরিজ
  • " />

     

    হটস্পটে দাগ, তারপরও আউট ব্যাটসম্যান

    হটস্পটে দাগ, তারপরও আউট ব্যাটসম্যান    

    বল লাগছিল স্টাম্পে, তিনটি লাল চিহ্ন দেখাল হক আই। কিন্তু হট স্পটে একটা দাগ, তারপরও আম্পায়ার সিদ্ধান্ত দিলেন আউটের। বিস্ময়কর এই ঘটনা ঘটেছে আজ ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টিতে।

     

     

    ষষ্ঠ ওভারের শেষ বলটা করছিলেন ভারত্র বাঁহাতি স্পিনার ক্রুনার পান্ডিয়া। ড্যারিল মিচেলকে করা বলটা লাগল প্যাডে, প্রথম দর্শনে সেটি অকাট্য এলবিডব্লু বলেই মনে হয়েছিল। আম্পায়ারও আঙুল তুলে দিলেন। মিচেল অন্য প্রান্ত থাকা অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে কথা বলে রিভিউ নিলেন। সেখানে স্নিকোতে কিছু দেখা না গেলেও হট স্পটে দেখা গেল ইনসাইড এজের স্পষ্ট দাগ আছে। কিন্তু তৃতীয় আম্পায়ার শন হেগ সেটা উপেক্ষা করলেন। আম্পায়ারের আউটের সিদ্ধান্তই বহাল থাকল।

    উইলিয়ামসন-মিচেল কেউই সেটি বিশ্বাস করতে পারছিলেন না। এমনকি ভারতীয়দেরও যেন খানিকটা অপ্রস্তুত মনে হচ্ছিল। আম্পায়ার ক্রিস ব্রাউনের সঙ্গে এরপর কথাও বললেন উইলিয়ামসন। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা মিচেলকে না ফেরালে সিদ্ধান্ত বদলানোর কোনো উপায় ছিল না। ধারাভাষ্যকার সাইমন ডুল সিবিস্ময় বলে উঠলেন, এতা প্রায় অবিশ্বাস্য একটা সিদ্ধান্ত।

    কদিন আগেই বিগ ব্যাশে এরকম একটা ভুল হয়েছিল আম্পায়ারদের। ব্রিসবেন হিটের জেমস প্যাটিনসন ক্রিজে ঢুকে পড়ার পরও রান আউট দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিপক্ষ অধিনায়ক কলিন ইনগ্রাম তাঁকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।