রিয়ালকে সেমিতে নিয়ে গেলেন বেনজেমা
আগের লেগে ৪-২ গোলে জিতে কাজ অনেকটুকুই সেরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। জিরোনার মাঠে দ্বিতীয় লেগেও জয়টা এলো সহজে। করিম বেনজেমার জোড়া গোলে ব্যবধান হলো ৩-১, ৭-৩ অ্যাগ্রিগেটে জিতেই শেষ চারে পা রাখল রিয়াল।
আগের লেগটা ভালোই লড়েছিল জিরোনা, নিজেদের মাঠে অন্তত একটা অঘটন ঘটিয়ে দেওয়ার ক্ষীণ স্বপ্ন ছিলই। কে জানত, নিজেদের মাঠে বেনজেমা প্রথমার্ধেই গুড়িয়ে দেবেন সব আশা। ২৭ মিনিটে দানি কারভাহালের সঙ্গে বল নেওয়া নেওয়ার পর ১৫ গজ দূর থেকে বাঁ পায়ের দারুণ এক শটে বল জড়িয়ে দেন জালে। ক্রিশ্চিয়ান স্টুয়ানি সমতা ফেরানোর দারুণ একটি সুযোগ পেয়েছিলেন জিরোনার হয়ে, কিন্তু কাজে লাগাতে পারেননি। সেই ‘শাস্তিটা’ ভালোমতোই দিয়েছেন বেনজেমা, বিরতির আগেই বাড়িয়েছেন ব্যবধান। এবার ডান পায়ের দারুণ ফিনিশিংয়ে বল জড়িয়ে দিয়েছেন জালে।
এই গোল করেই আরেকটি অর্জন হয়ে গেল বেনজেমার। ২০০৯ সালে যোগ দেওয়ার পর রিয়ালের হয়ে ৪৪৬ ম্যাচে তাঁর গোল হলো ২০৯টি। মেক্সিকোর হুগো সানচেজকে টপকে উঠে এলেন ক্লাবের গোলদাতাদের তালিকার শীর্ষ ছয়ে।
বিরতির পর অবশ্য সান্ত্বনাসূচক গোল পেয়েছিল জিরোনা, ৭১ মিনিটে পেদ্রোর গোলে ব্যবধান কমায় স্বাগতিকেরা। তবে ৭৬ মিনিটে মার্কোস আলোনসোর গোলে তাদের ফিরে আসার কোনো আশা যদিও থাকে, সেটিও গেছে শেষ হয়ে। রিয়াল মাঠ ছেড়েছে ৩-১ গোলের জয় দিয়েই।
শেষ চারে তাদের প্রতিপক্ষ হতে পারে বার্সেলোনা, ভ্যালেন্সিয়া বা বেটিস। সেটা কে হবে, জানা যাবে আজই।