• অস্ট্রেলিয়া-শ্রীলংকা সিরিজ
  • " />

     

    ১ ম্যাচ, ২ ডাবল সেঞ্চুরি- 'দুর্লভ' রেকর্ড অ্যাঞ্জেলো পেরেরার

    ১ ম্যাচ, ২ ডাবল সেঞ্চুরি- 'দুর্লভ' রেকর্ড অ্যাঞ্জেলো পেরেরার    

    একই ম্যাচে দুই ডাবল সেঞ্চুরির দুর্লভ কীর্তি গড়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো পেরেরা। শ্রীলঙ্কার প্রথম শ্রেণির প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট এর প্রথম স্তরে নন্দেস্ক্রিপটস ক্রিকেট ক্লাবের হয়ে সিনহলিজ স্পোর্টস ক্লাবের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি। প্রথম শ্রেণির ইতিহাসে একই ম্যাচে দুই ডাবল সেঞ্চুরির রেকর্ড এর আগে ছিল মাত্র একজনের- ১৯৩৮ সালে কেন্টের ব্যাটসম্যান আর্থার ফ্যাগ এসেক্সের বিপক্ষে দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ২৪৪ ও অপরাজিত ২০১ রান। 


    এক ম্যাচে সবচেয়ে বেশি রান 
    ব্রায়ান লারা, ৫০১ (৫০১*), ওয়ারউইকশায়ার-ডারহাম, এজবাস্টন, ১৯৯৪
    হানিফ মোহাম্মদ, ৪৯৯ (৪৯৯), করাচি-বাহাওয়ালপুর, করাচি, ১৯৯৪
    গ্রাহাম গুচ, ৪৫৬ (৩৩৩, ১২৩), ইংল্যান্ড-ভারত, লর্ডস, ১৯৯০ 
    ডন ব্র্যাডম্যান, ৪৫৫ (৩, ৪৫২*), নিউ সাউথ ওয়েলস-কুইন্সল্যান্ড, সিডনি, ১৯২৯-৩০
    আর্থার ফ্যাগ, ৪৪৬ (২৪৪, ২০২*), কেন্ট-এসেক্স, কোলেস্টার, ১৯৩৮
    বাহুসাহেব নিম্বালকার, ৪৪৩ (৪৪৩*), মহারাষ্ট্র-কাথিওয়ার, পুনে, ১৯৪৮-৪৯
    বিল পন্সফোর্ড, ৪৩৭ (৪৩৭), ভিক্টোরিয়া-কুইন্সল্যান্ড, মেলবোর্ন, ১৯২৭-২৮
    অ্যাঞ্জেলো পেরেরা, ৪৩২ (২০১, ২৩১), নন্দেস্ক্রিপটস-সিনহলিজ, কলম্বো, ২০১৮-১৯
    বিল পন্সফোর্ড, ৪২৯ (৪২৯), ভিক্টোরিয়া-তাসমানিয়া, মেলবোর্ন, ১৯২২-২৩ 
    আফতাব বালোখ, ৪২৮ (৪২৮), সিন্দ-বেলুচিস্তান, করাচি, ১৯৭৩-৭৪


    পি সারা ওভালে প্রথমে ব্যাটিং করেছিল পেরেরার দল নন্দেস্ক্রিপটস। পাঁচে নেমেছিলেন পেরেরা, শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২০১ রান করেছেন মাত্র ২০৩ বলে, ২০ চার ও ১ ছয়ে। নন্দেস্ক্রিপটস তুলেছিল ৪৪৪ রান। জবাবটা ভালই দিয়েছিল সিনহলিজও, সানদুন বিরাক্করির ১৮৯ রানে ভর করে তারা লিডই নিয়েছিল ৩৬ রানের। এরপর দ্বিতীয় ইনিংসেও পাঁচে নেমেছিলেন পেরেরা, এবার করেছেন ২৩৮ বলে ২৩১ রান, ২০ চার ও ৩ ছয়ে। দুই দলের তিন ইনিংসই বলে দিচ্ছে- বেশ ব্যাটিং সহায়কই ছিল পি সারার উইকেট। 

     

     

    শ্রীলঙ্কার ঘরোয়া এ টুর্নামেন্টে অবশ্য রান দেখছে ভালই। সব মিলিয়ে হয়েছে ১৪টি ডাবল সেঞ্চুরি, যার দুইটিই পেরেরার। ডানহাতি এ ব্যাটসম্যান শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ৪টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি- এর মাঝে তিনটি ম্যাচই বাংলাদেশের বিপক্ষে- তবে করতে পারেননি বলার মতো কিছু। ঘরোয়া ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই অবশ্য আছেন রানের ভেতর। 

    দুই ইনিংস মিলিয়ে পেরেরার মোট রান ৪৩২, এক ম্যাচে মোট রানের রেকর্ডে যা ৮ম। সবার ওপরে ৫০১ রান নিয়ে ব্রায়ান লারা। ডারহামের বিপক্ষে ১৯৯৪ সালে এজবাস্টনে এক ইনিংসেই লারা খেলেছিলেন সেই অপরাজিত ঐতিহাসিক ইনিংস।