• অস্ট্রেলিয়া-শ্রীলংকা সিরিজ
  • " />

     

    কামিন্সই পেলেন অ্যালান বোর্ডার পদক

    কামিন্সই পেলেন অ্যালান বোর্ডার পদক    

    ২০১৪ সালে সর্বশেষ মিচেল জনসন পেয়েছিলেন অ্যালান বোর্ডার পদক। এরপর অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটা আর কোনো পেসারের হাতে ওঠেনি। পাঁচ বছর পর সেই পুরস্কার এবার পেলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।

    গত বছরে অবশ্য কামিন্সের চেয়ে বেশি উইকেট পেয়েছিলেন নাথান লায়ন। তবে লায়নের ৪৯ উইকেটের চেয়ে কামিন্সের ৪৪ উইকেটে স্ট্রাইক রেট আর গড়, সব দিক দিয়েই এগিয়ে। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১০ উইকেট নেওয়ার পর কামিন্স ছাড়িয়ে গেছেন লায়নকে। দুজনের মধ্যে লড়াইটা অবশ্য হয়েছে হাড্ডাহাড্ডি। ১৫৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন কামিন্স, দুইয়ে থাকা লায়ন পেয়েছেন ১৫০ ভোট। ১৪৬ ভোট পেয়ে তিনে ছিলেন অ্যারন ফিঞ্চ।

    লায়ন অবশ্য বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হয়েছেন, অন্যদিকে মার্কাস স্টয়নিস হয়েছেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়। আর গ্লেন ম্যাক্সওয়েল হয়েছেন বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার। ব্র্যাডম্যান বর্ষসেরা তরুণ ক্রিকেটার হয়েছেন উইল পুকোভস্কি। মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের বেলিন্ডা ক্লার্ক পুরস্কার পেয়েছেন অ্যালিসিয়া হিলি। আর বেটি উইলসন তরুণ ক্রিকেটার হয়েছেন জর্জিয়া ওয়ারেহাম।