মেসিকে ক্লাসিকোতে চাইছেন সোলারি
গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিপক্ষে উরুর মাংসপেশির ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। আগামী বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা ডেল রে সেমিফাইনালের প্রথম লেগে তার খেলা নিয়ে আছে সংশয়। তবে রিয়াল ম্যানেজার সান্তিয়াগো সোলারি জানিয়েছেন; তিনি চান, মেসি ক্লাসিকো খেলুক।
সোলারির পরের কথাটাও একটু বিস্ময়কর; মেসির জন্য ট্যাকটিক্সে পরিবর্তন আনবেন না তিনি। সেই কারণও ব্যাখ্যা করেছেন, ‘গত বছরও সে (মেসি) ইনজুরির কারণে ক্লাসিকো মিস করেছিল। ওর মত একজন ফুটবলার এমন একটি ম্যাচ মিস করুক, তা কেউই চাইবে না। প্রতিপক্ষ হলেও আমি মেসিকে সম্মান করি, বার্সেলোনা এবং আর্জেন্টিনার সেরা খেলোয়াড় সে। যেকোনও ম্যাচ সে একা জিতিয়ে আসতে পারে। তবে আমাদের ভুলে গেলে চলবে না, বার্সাতে সুয়ারেজ এবং কুতিনিয়োদের মত ফুটবলাররা আছে। সামান্য সুযোগ পেলেই তারা যেকোনও সময় ফলাফল নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারে।’
মেসিকে ঘিরে ট্যাকটিক্স না সাজানোটাই তার দর্শন, জানিয়েছেন সোলারি, ‘আমার মতে, ফুটবল একটি দলগত খেলা। একজন ফুটবলারকে নিয়ে আপনি ছক কষলে স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের অন্যরা সুযোগ পেয়ে যেতে পারে। আমার দর্শন এমন নয়। শুধু মেসি নয়, পুরো বার্সাকে মাথায় রেখেই আমি আমার ছক কষব।'
মেসির মতো অনিশ্চিত উসমান ডেম্বেলের খেলাও। তবে রিয়াল এদিক দিয়ে নির্ভার। ইনজুরি কাটিয়ে ফিরেছেন টনি ক্রুস, মার্কো আসেন্সিও, মারিয়ানো দিয়াজরা সবাই-ই। এদিক দিয়ে আবার মধুর সমস্যায় পড়েছেন সোলারি, ‘ক্লাসিকোর আগে পূর্ণশক্তির দলই পাচ্ছি আমি। এটা অবশ্যই দারুণ খবর, দল বাছাই নিয়ে আরও ভাবতে হচ্ছে আমাকে। তবে এসব সমস্যা আসলে সব কোচের জন্যই মধুর কিছু অবশ্যই।’