• বিশ্বকাপ ২০১৪
  • " />

     

    পরীক্ষা দিলেন অভিযুক্ত তিন ক্রিকেটার

    পরীক্ষা দিলেন অভিযুক্ত তিন ক্রিকেটার    

    বিপিএলের শুরুতেই সন্দেহজনক বোলিংয়ের অভিযোগ এসেছিল অভিষেকেই হ্যাটট্রিক করে তোলপাড় ফেলে দেওয়া আলিস আল ইসলামের বিরুদ্ধে। বিপিএল শেষে সেই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে সঞ্জিত সাহা ও নাহিদুল ইসলামকেও। আজ এই তিন জনই বোলিং পরীক্ষা দিয়েছেন মিরপুরের অ্যাকাডেমিতে।

     

     

    পরীক্ষা শেষে বোলিং রিভিউ কমিটির ভিডিও অ্যানালিস্ট নাসির উদ্দিন আহমেদ নাসু জানিয়েছেন, ‘সঞ্জিত সাহা, নাহিদুল ইসলাম ও প্রথম বিভাগের একজন বোলারের পরীক্ষা আমরা নিয়েছি। ১৮ টা করে ডেলিভারি নিয়েছি। স্টক ডেলিভারি, ফাস্টার ডেলিভারি এবং ভ্যারিয়েশন।’

     

    সঞ্জিতের ক্ষেত্রে ব্যাপারটি একটু বিস্ময়করই। এর আগে দুই বার পরীক্ষা দিয়ে নিজেকে শুধরে ফিরেছেন, আবার কেন তাঁকে পরীক্ষা দিতে হলো? নাসুও খানিকটা অবাক, ‘এটা ইন্টারেস্টিং, নির্দিষ্ট কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে । আম্পায়াররা বলছে, কিছু ডেলিভারি তবে কোন ধরনের ডেলিভারি সেটা নিয়ে কিছু বলেনি। এবার আমরা চিন্তা করেছি আম্পায়াদের নিয়ে বসে...একবারে ম্যাচ ভিডিওসহ, কারণ বিপিএলের সব ম্যাচ (ভিডিও) আছে..সব মিলে তারপর আমরা একটা সিদ্ধান্ত নেব। আজকের পরীক্ষার ফলাফল পেতে ৪-৫ দিন লেগে যাবে। যদি ক্লিয়ার হয় তাহলে প্রিমিয়ার লিগ খেলতে পারবে।’