• বিশ্বকাপ ২০১৪
  • " />

     

    বন্ধু তুমি, শত্রু তুমি...

    বন্ধু  তুমি, শত্রু তুমি...    

    আর্জেন্টিনার যুব বিশ্বকাপ জয়ের মূল কুশীলব ছিলেন দুজন। জাতীয় দলে দুজনের অভিষেক কাছাকাছি সময়ে। লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোর সম্পর্ক সতীর্থের গন্ডি পেরিয়ে দানা বেঁধেছে বন্ধুত্বের উষ্ণতায়। আগুয়েরো নিজের আত্মজীবনীতে লিখেছেন দুজন জাতীয় দলের খেলার সময় একই রুম ভাগাভাগি করেন। বোঝায় যায়, তাঁদের সম্পর্ক কতটা গভীর। 

     

    তবে এবার নিয়তি আরও একবার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দুই বন্ধুকে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে যে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। গত মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতেই মুখোমুখি হয়েছিল দুই দল। দুই লেগ মিলে ৪-১ গোলে জিতে সেবার শেষ হাসি হেসেছিল বার্সেলোনাই।

     

    কাল ডড়য়ের পর মেসি এটা নিয়ে মজা করার লোভ সামলাতে পারলেন না, ""চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডের জন্য অপেক্ষা করছি। আগুয়েরোকে তো ফিফাতে আমি সবসময় হারাই, ওর মুখোমুখি হতে পারাটা দারুণ। দেখা যাক মাঠে কী হয়..." । "ইমোটিকন দিয়ে বুঝিয়ে দিয়েছেন এটা ছিল বন্ধুসুলভ টিটকারী।